২৪ বছর বয়সেই ১ কোটির মালিক! লোকে ‘কিপটে’ বললেও থামেননি মিয়া, ৪০-এ অবসরের মাস্টারপ্ল্যান জেনে চমকে যাবেন

লন্ডনের বাসিন্দা বছর ২৪-এর মিয়া রোজ ম্যাকগ্রা। এই বয়সে যখন জেন-জি (Gen Z) প্রজন্মের ছেলেমেয়েরা দামি ফোন আর ব্র্যান্ডেড পোশাকে টাকা ওড়াতে ব্যস্ত, তখন মিয়ার ব্যাঙ্ক ব্যালেন্স ১ কোটি টাকা (৯৫ হাজার পাউন্ড) ছাড়িয়েছে। লোকে তাঁকে ‘কিপটে’ বলে ব্যঙ্গ করলেও নিজের লক্ষ্যে অবিচল তিনি। তাঁর লক্ষ্য— মাত্র ৪০ বছর বয়সে চাকরি থেকে অবসর নেওয়া এবং হাতে অন্তত ১০-১২ কোটি টাকার তহবিল রাখা।
কীভাবে এই অসম্ভবকে সম্ভব করছেন মিয়া? তাঁর ফর্মুলা অতি সাধারণ। ফ্যাশন ব্র্যান্ডে কাজ করার পাশাপাশি তিনি কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও আয় করেন। খরচ কমাতে তিনি এখনও বাবা-মায়ের সঙ্গেই থাকেন। বাইরের খাবার সম্পূর্ণ বর্জন করেছেন, ফোনে নেই কোনো ডেলিভারি অ্যাপ। এমনকি কোনো শখের জিনিস কেনার আগে তিনি নিজেকে ৩০ দিন সময় দেন। এই ‘৩০-দিনের নিয়ম’ মেনেই আজ তিনি কোটিপতি। কারও ওপর নির্ভরশীল না হয়ে নিজের ভবিষ্যৎ গড়ার এই লড়াইয়ে মিয়া এখন সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার তরুণের অনুপ্রেরণা।