অসমে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় পিষ্ট ৮টি হাতি, লাইনচ্যুত ৫টি কোচ

শনিবার ভোররাতে অসমের নগাঁও জেলায় ঘটে গেল এক মর্মান্তিক রেল দুর্ঘটনা। দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় একসঙ্গে ৮টি হাতির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে, ট্রেনের ইঞ্জিনসহ ৫টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের যমুনামুখ ও কামপুর স্টেশনের মাঝে এই ঘটনাটি ঘটে।

রেল সূত্রে খবর, ২০ ডিসেম্বর রাত ২টো ১৭ মিনিট নাগাদ হঠাৎই ট্র্যাকে হাতির পাল চলে আসে। লোকো পাইলট ইমারজেন্সি ব্রেক কষলেও শেষরক্ষা হয়নি। তবে স্বস্তির বিষয় এই যে, ট্রেনের কোনো যাত্রী বা কর্মী আহত হননি। লাইনচ্যুত কামরার যাত্রীদের উদ্ধার করে অন্য কোচে সরিয়ে গুয়াহাটির দিকে পাঠানো হয়েছে। উদ্ধারকাজের তদারকি করছেন পদস্থ রেল কর্তারা। যাত্রীদের সহায়তায় গুয়াহাটি স্টেশনে হেল্পলাইন নম্বর (০৩৬১-২৭৩১৬২১/২২/২৩) চালু করা হয়েছে।