ট্রাম্পের মেগা অ্যাকশন! সিরিয়ায় আইএসের ডেরায় মুহুর্মুহু আছড়ে পড়ল মার্কিন মিসাইল, শুরু ‘অপারেশন হকআই স্ট্রাইক’

বিশ্ব রাজনীতিতে ফের দাপুটে প্রত্যাবর্তন ডোনাল্ড ট্রাম্পের। ১৩ ডিসেম্বর সিরিয়ার পালমিরায় তিন মার্কিন সেনার মৃত্যুর বদলা নিতে রণংদেহি মেজাজে আমেরিকা। শুক্রবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে সিরিয়ায় আইএসআইএস (ISIS) জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে শুরু হলো বিশাল সামরিক অভিযান— ‘অপারেশন হকআই স্ট্রাইক’। মার্কিন যুদ্ধবিমানের অতর্কিত হানায় তছনছ হয়ে গিয়েছে জঙ্গিদের একাধিক অস্ত্রভাণ্ডার ও গোপন ডেরা।

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “এটা কোনো যুদ্ধের সূচনা নয়, বরং এটা চূড়ান্ত প্রতিশোধের ঘোষণা।” হোয়াইট হাউস সূত্রে খবর, মার্কিন সেনাদের ওপর হামলার পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে, তা বোঝাতেই এই প্রত্যাঘাত। ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেছেন, সিরিয়া সরকারও এই অভিযানে পরোক্ষ সমর্থন দিচ্ছে। এই অভিযানের ফলে মধ্যপ্রাচ্যে আইএসের কোমর কার্যত ভেঙে দেওয়া সম্ভব হবে বলে মনে করছে ওয়াশিংটন।