মোদীর সভায় কি ব্রাত্যই থাকছেন দিলীপ? খড়গপুর থেকে বড় বয়ান বিজেপি নেতার, তুঙ্গে দলীয় কোন্দলের জল্পনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফর ও নদীয়ার মেগা জনসভা নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক তখনই খড়গপুরে নিজের বাড়িতে বসে বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রীর এই সফরকে নিছকই ‘উন্নয়নমূলক’ তকমা দিয়ে নির্বাচনের যোগসূত্র উড়িয়ে দিয়েছেন তিনি। তবে রাজনৈতিক মহলের নজর কেড়েছে অন্য একটি বিষয়— মোদীর এই হাইভোল্টেজ সভায় কি আদৌ দেখা যাবে দলের প্রাক্তন রাজ্য সভাপতিকে?
দিলীপ ঘোষ বর্তমানে রাজ্য বিজেপির কোনো পদে নেই। এর আগে দুর্গাপুর ও দমদমে মোদীর জনসভাতেও তাঁকে দেখা যায়নি। এমনকি আজ তাহেরপুরে প্রধানমন্ত্রীর মঞ্চে তাঁর জায়গা হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন খোদ দিলীপই। লোকসভা নির্বাচনে হারের পর থেকেই দলের অন্দরে তিনি কার্যত ‘একঘরে’। দিঘায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সেই দূরত্ব আরও বেড়েছে। রাজ্য বিজেপির বর্তমান নেতৃত্বের সঙ্গে দিলীপের এই ‘শীতল যুদ্ধ’ কি আজ মোদীর সভায় আরও স্পষ্ট হবে? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।