মতুয়া গড়ে মোদী-ঝড়! আজ রানাঘাটে হাইভোল্টেজ সভা প্রধানমন্ত্রীর, বাংলার জন্য ৩২০০ কোটির উপহারে বড় চমক
December 20, 2025

মতুয়া সমাজের উদ্বেগ আর সিএএ (CAA) নিয়ে জল্পনার মাঝেই আজ বাংলার মাটিতে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নদীয়ার রানাঘাটে আজ তাঁর মেগা জনসভা। দুপুর ১২টা নাগাদ তাহেরপুরের নেতাজি পার্কে জনজোয়ারের সামনে ভাষণ দেবেন তিনি। রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের আগে এই সভা থেকে মতুয়াদের জন্য বড় কোনো বিশেষ বার্তা দিতে পারেন নমো।
প্রধানমন্ত্রী আজ বাংলার পরিকাঠামো উন্নয়নে ৩,২০০ কোটি টাকার বেশি মূল্যের প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো ১২ নম্বর জাতীয় সড়কের বড়জাগুলি-কৃষ্ণনগর সেকশনের চার লেনের উদ্বোধন। এরপর রানাঘাট নেহরু স্টেডিয়ামে রাজনৈতিক সভায় ভাষণ দিয়ে তিনি দুপুর ১টা নাগাদ অসমের গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবেন। রানাঘাটে আজ প্রধানমন্ত্রীর দুটি আলাদা মঞ্চ তৈরি করা হয়েছে— একটি প্রশাসনিক এবং অন্যটি রাজনৈতিক।