লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার ‘জাগো’! বাংলার মহিলাদের অ্যাকাউন্টে ৫০০০ টাকা দেবে রাজ্য সরকার, জানুন আবেদনের নিয়ম

মমতা সরকারের জনকল্যাণমুখী প্রকল্পের ঝুড়িতে যুক্ত হলো আরও এক মাস্টারস্ট্রোক। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী বা রূপশ্রীর পর এবার রাজ্য সরকার নিয়ে এলো ‘জাগো প্রকল্প’ (Jago Scheme)। এই প্রকল্পের অধীনে রাজ্যের মহিলারা এককালীন ৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। মূলত স্বনির্ভর গোষ্ঠীর (Self Help Group) মহিলাদের স্বাবলম্বী করতেই এই বিশাল অংকের তহবিল বরাদ্দ করেছে নবান্ন।
রাজ্যজুড়ে প্রায় ১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে এই সুবিধার আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে, যার জন্য সরকারের খরচ হবে প্রায় ৫,০০০ কোটি টাকা। তবে এই টাকা পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে। গোষ্ঠীটিকে অবশ্যই সরকার স্বীকৃত হতে হবে এবং সেটি কেবলমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত হতে হবে। এছাড়া সংশ্লিষ্ট গোষ্ঠীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ক্যাশ ক্রেডিট লিমিট থাকা বাধ্যতামূলক। গ্রামীণ ও শহরতলি এলাকার মহিলাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করতেই এই ‘সুপারহিট’ পদক্ষেপ সরকারের।