রানাঘাটে মোদীর মেগা সভার আগেই রণংদেহি সুকান্ত! জনজোয়ার দেখে তৃণমূলকে কড়া হুঁশিয়ারি বিজেপি সভাপতির

নদীয়ার রানাঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগা জনসভাকে ঘিরে এখন সাজ সাজ রব। হাতে আর মাত্র কয়েক ঘণ্টা, তার আগেই হুঙ্কার ছাড়লেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে এসে তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে সুকান্ত সাফ জানান, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আবেগই প্রমাণ করে দিচ্ছে বাংলার রাজনৈতিক হাওয়া কোন দিকে বইছে।
সুকান্ত মজুমদারের দাবি, তৃণমূল ভয় পেয়ে বিজেপির সভায় আসতে বাধা দিচ্ছে এবং পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলার মতো কাজ করছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যত বাধা দেবেন, পদ্ম তত বেশি ফুটবে।” মতুয়া অধ্যুষিত এই এলাকায় প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে মানুষের ভিড় দেখে সুকান্তের কটাক্ষ— “তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে, তাই তারা এখন কেবল পুলিশ আর গুন্ডাবাহিনীর ওপর ভরসা করে টিকে আছে।” মোদীর এই সভা থেকে সিএএ (CAA) নিয়ে কোনো বড় ঘোষণা আসে কি না, সেদিকেই এখন তাকিয়ে গোটা রাজ্য।