কাজের চাপে না কি মানসিক অবসাদ? চরম পথ বেছে নিলেন বিএলও, হাসপাতালের বেডে শুয়েই বিচার চাইছেন স্বজনরা

ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়ার চাপে রাজ্যে ফের এক বিএলও-র জীবন বিপন্ন হওয়ার উপক্রম। এবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার-১ ব্লকের কালিচরণপুর এলাকায় এক বুথ লেভেল অফিসার (BLO) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠল। বর্তমানে তিনি ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

কী কারণে এই চরম পদক্ষেপ? পরিবার সূত্রে খবর, গত নভেম্বর মাস থেকে দিনরাত এক করে হাড়ভাঙা পরিশ্রম করে বুথের সমস্ত ভোটারের নাম ‘বিএলও অ্যাপে’ নথিভুক্ত করেছিলেন ওই কর্মী। কিন্তু সম্প্রতি খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায়, তাঁর এলাকার ১১ জন ভোটারের নামে শুনানির নোটিশ পাঠানো হয়েছে। অভিযোগ, এই ঘটনার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। নিজের কাজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে এবং লোকলজ্জার ভয়ে বৃহস্পতিবার ঘরে গলায় ফাঁস দেন তিনি।

রুদ্ধশ্বাস উদ্ধার: বাড়ির লোকেরা সঠিক সময়ে টের পাওয়ায় তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি বিপদমুক্ত। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ডায়মন্ড হারবার-১ এর বিডিও শেখ দ্বীন ইসলাম। তিনি বলেন, “বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। উনি দ্রুত সুস্থ হয়ে উঠলে আমরা খতিয়ে দেখব কেন এমন পদক্ষেপ তিনি নিতে চাইলেন।”

শুরু হয়েছে রাজনৈতিক তরজা: ঘটনাটিকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী মনমোহিনী বিশ্বাস সরাসরি বিজেপিকে দায়ী করে বলেন, “এসআইআর-এর ভয়াবহতা বিএলও-দের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। বিজেপিকেই এর দায় নিতে হবে।” পাল্টা জবাবে স্থানীয় বিজেপি নেতা সুফল ঘাটু বলেন, “তৃণমূল সব কিছুতেই রাজনীতি খুঁজে পায়। যে কোনও ঘটনা ঘটলেই এসআইআর-এর দোহাই দিয়ে দায় এড়াতে চাইছে তারা।”

ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে প্রশাসনের ওপর যে মানসিক চাপের পাহাড় তৈরি হয়েছে, এই ঘটনা তারই এক জ্বলন্ত উদাহরণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।