বাইকের EMI-তে মিলছে গাড়ি, TATA নিয়ে এলো ডিসেম্বরের ধামাকা অফার

নতুন বছরে নিজের একটা গাড়ি হোক, এমন স্বপ্ন কে না দেখেন? কিন্তু এককালীন মোটা টাকা বা মাসিক কিস্তির (EMI) ভয়ে অনেকেই পিছিয়ে যান। মধ্যবিত্তের সেই স্বপ্ন পূরণ করতেই ডিসেম্বর মাসে ‘ধামাকা অফার’ নিয়ে এল Tata Motors। এবার স্মার্টফোনের দাম বা বাইকের কিস্তিতেই বাড়ির সামনে দাঁড়াবে টাটার চকচকে নতুন গাড়ি।

কী এই বিশেষ ‘বেলুন স্কিম’?

টাটা মোটরস তাদের গ্রাহকদের জন্য একটি বিশেষ ফিন্যান্স স্কিম এনেছে। এই প্ল্যানে মোট ঋণের পরিমাণের ওপর ২৫% থেকে ৩০% বেলুন স্কিম অপশন দেওয়া হচ্ছে। সহজ ভাষায়, শুরুতে আপনার কিস্তির বোঝা খুব কম থাকবে। এই টাকা শোধ করার জন্য আপনি সর্বোচ্চ ৮৪ মাস বা ৭ বছর সময় পাবেন।

এক নজরে টাটা গাড়ির মাসিক কিস্তির তালিকা:

নিচে দেওয়া হলো বিভিন্ন মডেলের জন্য ন্যূনতম মাসিক EMI-এর হিসেব:

গাড়ির মডেল মাসিক EMI (শুরু) বিশেষত্ব
টিয়াগো (Tiago) ₹৪,৯৯৯ বাইকের কিস্তিতেই মিলবে এই ফ্যামিলি কার।
পাঞ্চ (Punch) ₹৫,৯৯৯ টাটার সবথেকে জনপ্রিয় মাইক্রো SUV।
আলট্রোজ (Altroz) ₹৬,৭৭৭ প্রিমিয়াম হ্যাচব্যাক, পেট্রোল ও ডিজেল দুই ভেরিয়েন্টেই উপলব্ধ।
নেক্সন (Nexon) ₹৭,৬৬৬ সেফটির দিক থেকে দেশের অন্যতম সেরা SUV।
কার্ভ (Curvv) ₹৯,৯৯৯ টাটার লেটেস্ট স্টাইলিশ SUV কুপ।

অফার কতদিন চলবে?

টাটা মোটরসের এই আকর্ষণীয় অফারটি সারা ভারতের সমস্ত ডিলারশিপে পাওয়া যাচ্ছে। তবে মনে রাখবেন, এই স্কিমটি শুধুমাত্র ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত কার্যকর। অর্থাৎ নতুন বছর পড়ার আগেই আপনাকে বুকিং সারতে হবে।

জরুরি তথ্য:

উল্লিখিত EMI বা কিস্তির পরিমাণ আপনার ডাউনপেমেন্ট এবং ঋণের মেয়াদের ওপর নির্ভর করে কিছুটা পরিবর্তন হতে পারে। এছাড়া শহরের ভিত্তিতে অন-রোড মূল্যের ফারাক থাকে। তাই চূড়ান্ত সিদ্ধান্তের আগে আপনার নিকটবর্তী টাটা মোটরস শোরুমে গিয়ে বিস্তারিত জেনে নিন।