“উনি বিরক্ত হন বলেই বলেন!” জয়া বচ্চনের পাশে দাঁড়িয়েও একী বার্তা দিলেন সুনীতা আহুজা?

বলিউডের বরিষ্ঠ অভিনেত্রী জয়া বচ্চন এবং পাপারাজ্জিদের মধ্যে সংঘাত নতুন কিছু নয়। সম্প্রতি সাংবাদিকদের ‘শিক্ষাগত যোগ্যতা’ নিয়ে প্রশ্ন তুলে নেটিজেনদের তোপের মুখে পড়েছিলেন বচ্চন ঘরনী। এমনকি ফটোশিকারিরা বচ্চন পরিবারকে বয়কট করার হুমকিও দিয়েছিলেন। তবে এই উত্তাল পরিস্থিতিতে এবার জয়া বচ্চনের পাশে দাঁড়ালেন গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা।

বিতর্কের সূত্রপাত: গত মাসে ‘উই দা ওম্যান’ অনুষ্ঠানে জয়া বচ্চন বিস্ফোরক মন্তব্য করে বলেছিলেন, “আমার বাবা সাংবাদিক ছিলেন, তাই আমি পেশাটিকে সম্মান করি। কিন্তু এখন যারা টাইট প্যান্ট পরে ক্যামেরা নিয়ে মুখের সামনে চলে আসেন, তাঁদের আমি সাংবাদিক মানি না। এরা কি আদৌ শিক্ষিত?” তাঁর এই মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক।

কী বললেন সুনীতা? সুনীতা আহুজা বিনোদন জগতে তাঁর হাসিখুশি মেজাজের জন্য পরিচিত। একটি ব্লগে এক ভক্ত তাঁকে জয়া বচ্চনের কড়া মেজাজ নিয়ে প্রশ্ন করলে সুনীতা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে উত্তর দেন। তিনি বলেন:

ব্যক্তিগত মতামত: “প্রত্যেক মানুষের নিজস্ব চিন্তাভাবনা থাকে। জয়া জি নিশ্চয়ই বিরক্ত হন বলেই এমন কথা বলেছেন। উনি আমার থেকে অনেক বড়, ওঁর পছন্দ-অপছন্দ আলাদা হতেই পারে।”

জীবন দর্শন: সুনীতা আরও যোগ করেন, “আমি সবার সাথে মজা করতে ভালোবাসি। জীবন একটা, তাই হাসিমুখে কাটানো উচিত। সবার সাথে লড়াই করে লাভ নেই।”

শ্রদ্ধা: জয়া বচ্চনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “আমি জয়াজিকে ভালোবাসি ও সম্মান করি। ওঁর মতামতের প্রতি আমার সম্মান আছে।”

কেন এই ভিন্ন সুর? বলিউড মহলের মতে, জয়া বচ্চন যেখানে নিজের ব্যক্তিগত পরিসর (Privacy) নিয়ে অত্যন্ত সচেতন এবং কঠোর, সেখানে সুনীতা আহুজা বা গোবিন্দার পরিবার পাপারাজ্জিদের সাথে বন্ধুসুলভ ব্যবহারের জন্য পরিচিত। তবে জয়ার পাশে দাঁড়িয়ে সুনীতা আদতে ‘সহমত পোষণ নয় বরং সহাবস্থান’-এর বার্তাই দিয়েছেন।