“নমস্কার ভারত!” মেসি ফিরতেই ইনস্টাগ্রামে লাইকের বন্যা, অথচ যুবভারতীতে তাণ্ডবের দায়ে শ্রীঘরে উদ্যোক্তা শতদ্রু

ভারত সফর শেষ করে নিজের দেশে ফিরে গিয়েছেন বিশ্বফুটবলের মহাতারকা লিওনেল মেসি। আর ফেরার পরেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভারত সফরের একটি বিশেষ ভিডিও কোলাজ শেয়ার করেছেন এলএম১০। কিন্তু সেই পোস্টকে কেন্দ্র করে একদিকে যেমন উন্মাদনা তুঙ্গে, অন্যদিকে তেমনই বিষাদের ছায়া কলকাতায়। কারণ মেসির পোস্টে যাঁর নাম সগৌরবে লেখা রয়েছে, সেই উদ্যোক্তা শতদ্রু দত্ত এখন শ্রীঘরে।
মেসির পোস্টে কী আছে? মেসি তাঁর পোস্টে ভারত সফরের ভিডিও শেয়ার করে স্প্যানিশ ও ইংরেজি হরফে লিখেছেন— “নমস্কার ভারত! দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ এবং কলকাতায় আমি অসাধারণ ঘুরেছি। তোমাদের ভালোবাসা ও আতিথেয়তার জন্য ধন্যবাদ।” পোস্টের শেষে তিনি হ্যাশট্যাগ ব্যবহারের পাশাপাশি বড় করে লিখেছেন, ‘A Satadru Dutta Initiative’। মেসির ৫১ কোটি ১০ লক্ষ ফলোয়ারের কাছে এই মুহূর্তে সবথেকে আলোচিত নাম হয়ে উঠেছেন এই বঙ্গসন্তান।
সাফল্যের আড়ালে আইনি গেরো: মেসির পোস্টে শতদ্রু দত্তর নাম থাকলেও, বাস্তবে কিন্তু তিনি এখন বিধাননগর পুলিশের হেফাজতে। গত বুধবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির ইভেন্টকে কেন্দ্র করে যে নজিরবিহীন বিশৃঙ্খলা ও তাণ্ডব চলেছিল, তার দায় বর্তেছে শতদ্রু দত্তর ওপর। টিকিট নিয়ে জালিয়াতি এবং নিরাপত্তার গাফিলতির অভিযোগে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।
রেকর্ড ভাঙা এনগেজমেন্ট: মেসির এই ‘গোট ট্যুর’ (GOAT Tour) ভিডিওটি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই ৯ মিলিয়ন (৩০ লক্ষের বেশি) লাইক পড়ে গিয়েছে। কমেন্টের সংখ্যাও দেড় লক্ষ ছুঁইছুঁই। ভক্তদের উন্মাদনা দেখে মনে করা হচ্ছে, লাইকের সংখ্যা খুব দ্রুত ১ কোটি পার করে যাবে।
একদিকে বিশ্বমঞ্চে বাঙালির উদ্যোগের জয়গান, আর অন্যদিকে ঘরের মাঠে সেই উদ্যোক্তারই গারদবাস— মেসির ভারত সফর ঘিরে এই নাটকীয় মোড় এখন সোশ্যাল মিডিয়ায় সবথেকে বড় আলোচনার বিষয়।