মেট্রো রেলে চাকরির দারুণ সুযোগ! মাধ্যমিক পাশেই আবেদন করুন ১২৮টি পদে, রইল বিস্তারিত তথ্য

মেট্রো রেলে কাজ করার স্বপ্ন দেখছেন? তবে আপনার জন্য চলে এল সুবর্ণ সুযোগ। সম্প্রতি কলকাতা মেট্রো রেলওয়ের পক্ষ থেকে ১২৮টি শূন্যপদে ‘অ্যাক্ট অ্যাপ্রেন্টিস’ (Act Apprentice) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনি যদি কারিগরি শিক্ষায় শিক্ষিত হন এবং রেলের এই ঐতিহ্যবাহী সংস্থায় কর্মজীবন শুরু করতে চান, তবে আজই জেনে নিন আবেদনের খুঁটিনাটি।

শূন্যপদের বিবরণ: মোট ১২৮টি শূন্যপদের বিন্যাস নিচে দেওয়া হলো:

ফিটার (Fitter): ৮২টি

ইলেকট্রিশিয়ান (Electrician): ২৮টি

মেশিনিস্ট (Machinist): ০৯টি

ওয়েল্ডার (Welder): ০৯টি

কারা আবেদন করতে পারবেন? (যোগ্যতা ও বয়স)

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে ন্যূনতম ৫০% নম্বর নিয়ে দশম শ্রেণী বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে NCVT অথবা SCVT স্বীকৃত ITI সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।

বয়স: আবেদনকারীর বয়স ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে (২২ জানুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী)। তবে সরকারি নিয়ম মেনে তফশিলি জাতি (SC), উপজাতি (ST) এবং ওবিসি (OBC) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

আবেদন ফি ও পদ্ধতি:

সাধারণ ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা।

তফশিলি জাতি, উপজাতি, প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের জন্য কোনো ফি লাগবে না।

আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে, কলকাতা মেট্রোর অফিসিয়াল ওয়েবসাইটের (https://mtp.indianrailways.gov.in/) মাধ্যমে।

প্রার্থী বাছাই পদ্ধতি: এই পদে কোনো লিখিত পরীক্ষা হবে না। মাধ্যমিক এবং আইটিআই (ITI) পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা (Merit List) তৈরি করে প্রার্থী বাছাই করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখগুলি মনে রাখুন:

আবেদন শুরু: ২৩ ডিসেম্বর, ২০২৫ (সকাল ১১টা থেকে)

আবেদনের শেষ তারিখ: ২২ জানুয়ারি, ২০২৬ (বিকেল ৫টা পর্যন্ত)