ডায়েট ভুলে সামোসায় মজেছেন করিনা! তৈমুরের স্কুলে ‘বেবো’র কাণ্ড ফাঁস করলেন করণ জোহর, ভাইরাল ভিডিও

গ্ল্যামার দুনিয়ায় যাঁর নাম শুনলেই চোখে ভাসে কড়া ডায়েট আর জিরো ফিগার, সেই করিনা কাপুর খানই এবার ধরা দিলেন একেবারে ঘরোয়া মেজাজে। ছেলে তৈমুরের স্কুলের অ্যানুয়াল ডে অনুষ্ঠানে জাঁকজমক বা ডায়েটের তোয়াক্কা না করে জমিয়ে সামোসা খেতে দেখা গেল ‘বেবো’কে। আর সেই চুরমার করে সামোসা খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মজা নিতে ছাড়লেন না প্রিয় বন্ধু করণ জোহর।

করিনাকে ‘বার্বি ডল’ তকমা করণের!

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, স্কুলের অনুষ্ঠানের মাঝে বসে সামোসায় কামড় বসিয়েছেন করিনা। পাশেই বসে ছিলেন দিদি করিশ্মা কাপুর। করণ জোহর মজা করে ক্যামেরার পেছন থেকে বলেন, “যাঁরা ভাবেন করিনা সারাক্ষণ ডায়েট করেন, তাঁরা দেখুন স্কুলের নাটকের দিন উনি কী করছেন! করিনা, আমি তোমার জন্য গর্বিত, তুমি একটা আস্ত বার্বি ডল।” বন্ধুর এমন রসিকতায় হেসে ফেলেন করিনাও।

সামোসা বনাম সিঙাড়া: তুঙ্গে লড়াই

করিনার এই ভিডিওটি ঘিরেই নেটপাড়ায় নতুন করে শুরু হয়েছে এক চিরন্তন বিতর্ক— মুম্বইয়ের সামোসা বনাম কলকাতার সিঙাড়া। করিনা যা খাচ্ছিলেন, তা হল মুম্বই স্টাইল সামোসা। কিন্তু খাদ্যরসিকদের মতে, এর সঙ্গে বাঙালির প্রাণের সিঙাড়ার আকাশ-পাতাল তফাত।

বৈশিষ্ট্য কলকাতার সিঙাড়া মুম্বইয়ের সামোসা
আকার ছোট ও তীক্ষ্ণ ত্রিভুজাকৃতি। বেশ বড় ও স্থূল আকৃতি।
পুর ডুমো করে কাটা আলু, ফুলকপি, বাদাম। চটকানো (Mashed) আলু, মটর, কারিপাতা।
স্বাদ হালকা মিষ্টি-ঝাল, পাঁচফোড়নের গন্ধ। বেশ ঝাল ও কড়া মশলাদার।
খোসা পাতলা ও খাস্তা (Flaky)। মোটা ও শক্ত।

করিনার সামোসা প্রীতি দেখে এখন সাধারণ মানুষও বলছেন—তারকা হোক বা সাধারণ, বিকেলের জলখাবারে গরম গরম সিঙাড়া বা সামোসার কোনো বিকল্প নেই। করিনা তো মুম্বইয়ের মন জয় করলেন, কিন্তু কলকাতার মিষ্টির দোকানের খাস্তা সিঙাড়া পেলে কি তিনি ডায়েটের কথা আরও একবার ভুলতেন না? প্রশ্নটা কিন্তু রয়েই গেল!