“রুক্মিণীকে কি জিৎ-দার পছন্দ নয়?” বিয়ের প্রশ্নে বিস্ফোরক দেব! জন্মদিনের মুখে কেন সিনেমার প্রচার থেকে দূরে অভিনেতা?

বড়দিনেই বড় ধামাকা! ২৫ ডিসেম্বর নিজের জন্মদিনের দিনেই প্রেক্ষাগৃহে ‘প্রজাপতি ২’ নিয়ে আসছেন টলিউডের হার্টথ্রব দেব। কিন্তু ‘টেক্কা’ বা ‘খাদান’-এর মতো এই ছবির প্রচারে কেন সেভাবে ঝাঁপিয়ে পড়ছেন না অভিনেতা? ভক্তদের এই প্রশ্নের উত্তর দিতে খোদ লাইভে এলেন দেব। সাথে ছিলেন সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়। আর সেখানেই উঠে এল দেব-রুক্মিণীর বিয়ের গোপন কথা!
কেন প্রচারে নেই দেব? সোশ্যাল মিডিয়া লাইভে দেব স্পষ্ট জানান, “অনেকেই ভাবছেন সিনেমার প্রোমোশন কম কেন? আসলে সবকিছুর ওভারডোজ ভালো নয়। আমরা ধীরগতিতে এগোতে চাই। ছবি মুক্তির ঠিক এক সপ্তাহ আগে দর্শকরা সব চমক জানতে পারবেন।” অর্থাৎ, রণকৌশল বদলে এবার সারপ্রাইজ দিতে প্রস্তুত দেব এবং পরিচালক অভিজিৎ সেন।
বিয়ের প্রশ্নে জিৎ বনাম দেব লাইভে জিৎ গঙ্গোপাধ্যায় এবং দেবের পুরনো বন্ধুত্বের রসায়ন ধরা পড়ে। দেবকে নিজের ভাই সম্বোধন করে জিৎ হুট করে প্রশ্ন করে বসেন— বিয়েটা কবে? এর আগে জিৎ জানিয়েছিলেন তিনি দেবের জন্য পাত্রী খুঁজছেন। সেই প্রসঙ্গ টেনেই দেব হেসে ফেলেন এবং বলেন, “তুমি মেয়ে খুঁজছ শুনে রুক্মিণীর প্রশ্ন— জিৎ-দা কি আমাকে পছন্দ করে না?” এরপরেই রসিকতা সরিয়ে দেবের সংক্ষিপ্ত উত্তর, “আমিও ভালো আছি, রুক্মিণীও ভালো আছে। আমরা বেশ ভালো আছি।” অর্থাৎ, বিয়ে নিয়ে রহস্য বজায় রাখলেন অভিনেতা।
৫ বছরের আক্ষেপ ও নতুন সুর দেব-জিৎ জুটি মানেই এক সময়কার সুপারহিট গান। ৫ বছর পর আবার দেবের ছবিতে সুর দিচ্ছেন জিৎ। অভিমানী সুরে জিৎ বলেন, “মাঝের ৫টা বছরে দেবকে অনেক গান দেওয়ার ছিল, পারিনি। কষ্ট তো হয়েইছে। তবে এখন যখন ফিরেছি, তখন সেরা মেলোডিটাই দেবকে দেব।”
তারকখচিত কাস্টিং ‘প্রজাপতি ২’ ছবিতে দেব ও মিঠুন চক্রবর্তীর রসায়ন আবার দেখতে মুখিয়ে দর্শকরা। এছাড়াও মুখ্য চরিত্রে রয়েছেন ইধিকা পাল, জ্যোতির্ময়ী কুণ্ডু এবং খুদে শিল্পী অনুমেঘা কাহালি।
বড়দিনে দেবের জন্মদিন আর ‘প্রজাপতি ২’-এর মুক্তি— সব মিলিয়ে অনুরাগীদের কাছে দিনটি ডাবল সেলিব্রেশনের হতে চলেছে।