সংসদের মকরদ্বারে রাতভর ধরনায় ডেরেক-দোলা! ১০০ দিনের কাজের প্রকল্পে বড় রদবদল, গরিব মানুষের কি অধিকার কাড়ল কেন্দ্র?

কংগ্রেস জমানার অন্যতম ফ্ল্যাগশিপ প্রকল্প ‘মনরেগা’ (MGNREGA) থেকে এবার মুছে ফেলা হল মহাত্মা গান্ধীর নাম। ১০০ দিনের কাজের এই প্রকল্পের খোলনলচে বদলে কেন্দ্রীয় সরকার নিয়ে এল নতুন বিল। প্রকল্পের নতুন নাম রাখা হয়েছে— ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড মিশন’ বা সংক্ষেপে ‘জিরামজি’ (G RAM G)। বিরোধীদের তীব্র প্রতিবাদ এবং ওয়াকআউটের মধ্যেই লোকসভা ও রাজ্যসভা— সংসদের উভয় কক্ষে ধ্বনিভোটে পাশ হয়ে গেল এই বিল।

নাটকীয় মধ্যরাত ও বিরোধীদের বিক্ষোভ: বৃহস্পতিবার দুপুর থেকেই এই বিলকে কেন্দ্র করে সংসদ ছিল উত্তপ্ত। তৃণমূল-সহ বিরোধী দলগুলির দাবি ছিল, বিলটি পর্যালোচনার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হোক। কিন্তু সরকার পক্ষ তাতে রাজি না হওয়ায় বিরোধীরা ওয়াকআউট করেন। এরপর রাত ১২টার পর রাজ্যসভাতেও বিলটি পাশ করিয়ে নেওয়া হয়।

সংসদ চত্বরে রাতভর ধরনায় তৃণমূল: অগণতান্ত্রিকভাবে বিল পাশের প্রতিবাদে সংসদ ভবনের মকরদ্বারের সামনে রাতভর ধরনায় বসেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সাগরিকা ঘোষ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো সাংসদরা ভোররাত পর্যন্ত অবস্থান বিক্ষোভ করেন। তৃণমূল সাংসদ দোলা সেন ক্ষোভ উগরে দিয়ে বলেন, “স্বৈরতান্ত্রিকভাবে এই বিল পাশ করা হয়েছে। ভোরবেলা গরিব মানুষ ঘুম থেকে উঠে দেখবে তাদের অধিকার চলে গিয়েছে। আমরা এই পদক্ষেপকে ধিক্কার জানাই।”

কী এই ‘জিরামজি’? কেন্দ্রীয় সরকারের দাবি, এটি মনরেগা প্রকল্পেরই একটি আধুনিক ও আপডেটেড সংস্করণ। যেখানে কর্মসংস্থানের পাশাপাশি জীবিকা নির্বাহের ওপর বিশেষ জোর দেওয়া হবে। তবে বিরোধীদের মতে, মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দেওয়া এবং তড়িঘড়ি বিল পাশ করানোর পেছনে সরকারের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।

সংসদীয় অধিবেশনের শেষ দিনে এই বিল পাশ এবং তৃণমূলের রাতভর আন্দোলন ঘিরে বর্তমানে সরগরম জাতীয় রাজনীতি।