কলকাতার বুকে মিনি বাংলাদেশ? ২ লক্ষ বাসিন্দার এলাকায় ভোটার মাত্র ২০০০! গুলশন কলোনির তথ্যে চক্ষু চড়কগাছ কমিশনের

তিলোত্তমার বুকে এক রহস্যময় কলোনি! নাম—গুলশন কলোনি। কলকাতা পুরনিগমের সমীক্ষা বলছে, আনন্দপুর থানা এলাকার এই জনপদে বসবাস করেন প্রায় ১ লক্ষ ৯৫ হাজার মানুষ। কিন্তু নির্বাচন কমিশনের সাম্প্রতিক খসড়া ভোটার তালিকা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক শোরগোল। কারণ, প্রায় ২ লক্ষ মানুষের এই বিশাল বসতিতে ভোটাধিকার রয়েছে মাত্র ২০৭৩ জনের! অর্থাৎ ৯৯ শতাংশ বাসিন্দাই এখানকার ভোটার নন।

ভোটার তালিকায় ‘সার্জিক্যাল স্ট্রাইক’: বিশেষ নির্বাচনী সমীক্ষা বা SIR প্রক্রিয়ার পর দেখা গিয়েছে, গুলশন কলোনির তিনটে পার্ট মিলিয়ে থাকা ৩ হাজার ৬০ জন ভোটারের মধ্যে ৫৪৮ জনের নাম বাদ পড়েছে। এর মধ্যে ২১৯ জনই সংখ্যালঘু অধ্যুষিত গুলশন কলোনির খাস বাসিন্দা। প্রশ্ন উঠছে, জনবিস্ফোরণের এই এলাকায় ভোটার সংখ্যা কেন এত নগণ্য? তবে কি বিএলও-রা প্রতি ঘরে পৌঁছাতে পারেননি, নাকি নথিপত্রেই রয়েছে গলদ?

বিজেপির বিস্ফোরক দাবি: ‘অপরাধীদের আস্তানা’ খসড়া তালিকা প্রকাশের পর শাসকদলকে ধুয়ে দিয়েছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তাঁর দাবি, “২ লক্ষ লোক থাকে, অথচ ভোটার মাত্র ৩ হাজার! এগুলো আসলে বাংলাদেশিদের লুকিয়ে রাখার নিরাপদ জায়গা। অপরাধমূলক কাজের জন্য এদের ব্যবহার করে তৃণমূল।” বিজেপির অভিযোগ, ভিন রাজ্য এবং বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ডেরা হয়ে উঠেছে এই গুলশন কলোনি।

তৃণমূলের পাল্টা তোপ: ‘গুজব ছড়াচ্ছে বিজেপি’ বিজেপির অভিযোগকে হেসেই উড়িয়ে দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর কটাক্ষ, “কেন্দ্রীয় নেতাদের খুশি করতে বিজেপির স্থানীয় নেতারা ছাগলের তৃতীয় বাচ্চার মতো লাফায়। রোহিঙ্গা আর অনুপ্রবেশকারীর গল্প শুনিয়ে ওরা নরেন্দ্র মোদী-অমিত শাহদের মাথা খারাপ করে দিচ্ছে।” স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষের দাবি, গুলশন কলোনিকে বদনাম করার যে চেষ্টা হয়েছিল, এই ভোটার তালিকাই প্রমাণ করে দিল যে ‘রোহিঙ্গা-বাংলাদেশি’ তত্ত্ব সম্পূর্ণ মিথ্যা।

বাকিরা তবে কারা? তদন্তে উঠে এসেছে এক অদ্ভুত তথ্য। অনেক বাড়িতেই ভোটার তালিকায় নাম রয়েছে একজনের, কিন্তু থাকছেন অন্য কেউ। আবার অনেকে স্বীকার করেছেন যে তাঁরা ভিন রাজ্য থেকে কাজ করতে এসে এখানে থাকছেন, তাই এখানকার ভোটার নন। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—বিশাল এই জনসংখ্যার সঠিক পরিচয় কী? SIR প্রক্রিয়ার পর গুলশন কলোনির এই ‘ভোটার-রহস্য’ এখন কলকাতার টক অফ দ্য টাউন।