আজ ১৯ ডিসেম্বর অনেক রাজ্যে স্কুল বন্ধ! টানা ৩ দিনের লম্বা ছুটি পেল পড়ুয়ারা, আপনার জেলা কি এই তালিকায়?

ক্যালেন্ডারের পাতায় ১৯ ডিসেম্বর। বছর শেষের উৎসবে যখন গোটা দেশ মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই শিক্ষা মহলে এল খুশির খবর। আজ শুক্রবার ভারতের একাধিক রাজ্যে স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটির তালিকায় যেমন রয়েছে বিশেষ ঐতিহাসিক দিবস, তেমনই রয়েছে হাড়কাঁপানো শৈত্যপ্রবাহ ও দূষণের দাপট।

কেন আজ ১৯ ডিসেম্বর স্কুল বন্ধ? আজকের এই ছুটির পেছনে প্রধানত তিনটি কারণ কাজ করছে:

১. গোয়া মুক্তি দিবস: ১৯৬১ সালের ১৯ ডিসেম্বর পর্তুগিজ শাসনের কবল থেকে মুক্ত হয়েছিল গোয়া। এই দিনটি স্মরণে আজ গোয়ার সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ এবং সরকারি দপ্তরে ছুটি ঘোষণা করা হয়েছে। যেহেতু আগামীকাল শনিবার ও পরশু রবিবার, তাই গোয়ার পড়ুয়ারা টানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারছে।

২. শৈত্যপ্রবাহ ও কুয়াশার দাপট: উত্তর ভারতে ইতিমধ্যেই জাঁকিয়ে শীত পড়েছে। উত্তরপ্রদেশের বরেলি-সহ বেশ কিছু জেলায় প্রবল কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলগুলো আজ (১৯ ডিসেম্বর) থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানে অনেক জায়গায় স্কুলের সময় পরিবর্তন করা হয়েছে।

৩. দূষণ ও শীতকালীন অবকাশ: দিল্লিতে দূষণের মাত্রা ভয়াবহ হওয়ায় প্রাথমিক স্কুলগুলো অনলাইনে ক্লাস চালাচ্ছে। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের শীতকালীন জোনের স্কুলগুলোতে আগে থেকেই শীতের ছুটি শুরু হয়ে গিয়েছে।

একনজরে আজকের ছুটির আপডেট:

গোয়া: রাজ্যজুড়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ।

উত্তরপ্রদেশ (বরেলি ও সংশ্লিষ্ট এলাকা): অষ্টম শ্রেণি পর্যন্ত ছুটি।

জম্মু ও কাশ্মীর: শীতকালীন ছুটি কার্যকর।

দিল্লি: প্রাথমিক পর্যায়ে ফিজিক্যাল ক্লাস বন্ধ।

আগামী সপ্তাহের পরিকল্পনা: জানিয়ে রাখি, আজ ১৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই ছুটির আমেজ আগামী ২৫ ডিসেম্বর (বড়দিন) এবং ৩১ ডিসেম্বর (বর্ষবরণ) পর্যন্ত দফায় দফায় চলবে। অনেক রাজ্যেই আগামী ২০ ডিসেম্বর থেকে ১২ দিনের লম্বা শীতকালীন ছুটি শুরু হওয়ার কথা রয়েছে।

পড়ুয়া ও অভিভাবকদের অনুরোধ করা হচ্ছে, নিজ নিজ স্কুল কর্তৃপক্ষের দেওয়া নোটিস বা অফিশিয়াল বার্তার দিকে নজর রাখতে।