‘ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না’, হাদি হত্যাকাণ্ডের পর কড়া হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার! ওসমানের পরিবারকে নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা জুলাই আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা শরিফ ওসমান হাদির প্রয়াণের পর উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি দেশবাসীকে ধৈর্য ও সংযম রক্ষার আহ্বান জানানোর পাশাপাশি একগুচ্ছ বড় ঘোষণা করেছেন।

শনিবার শোক দিবস, পাশে দাঁড়াল সরকার প্রধান উপদেষ্টা জানিয়েছেন, শরিফ ওসমান হাদির মৃত্যুতে আগামী শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন করা হবে এবং জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া শুক্রবার দেশজুড়ে বিশেষ প্রার্থনা ও নামাজের আয়োজন করা হবে। শোকাতুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি ঘোষণা করেন, ওসমানের স্ত্রী ও সন্তানের সমস্ত দায়িত্ব নেবে অন্তর্বর্তী সরকার।

‘গণতন্ত্রের শত্রুদের জয় হতে দেব না’ ড. ইউনূস তাঁর ভাষণে স্পষ্ট জানান, “হাদি ছিলেন সন্ত্রাসবাদের কট্টর শত্রু। তাঁকে হত্যা করে মানুষের কণ্ঠরোধ করা যাবে না।” তিনি আরও বলেন, বাংলাদেশ এখন গণতান্ত্রিক প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই গুরুত্বপূর্ণ সময়ে কোনো অবস্থাতেই যেন কেউ ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা না দেন। তাঁর বার্তা—সন্ত্রাসবাদীদের গণতান্ত্রিকভাবে পরাজিত করাই হবে শহিদ হাদির প্রতি প্রকৃত শ্রদ্ধা।

কিভাবে মৃত্যু হল ওসমানের? উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে ঢাকার বুকে গুলিবিদ্ধ হয়েছিলেন ঢাকা-৮ আসনের প্রার্থী ও ছাত্রনেতা শরিফ ওসমান হাদি। ঘাতকরা সরাসরি তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালিয়েছিল। গুরুতর জখম অবস্থায় সরকারের তৎপরতায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার রাতে পৌনে ১০টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

উত্তাল শাহবাগ ও বিক্ষোভ মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ঢাকার শাহবাগে জড়ো হন হাজার হাজার মানুষ। শোক আর ক্ষোভে ফেটে পড়ে সাধারণ ছাত্র-জনতা। অন্যদিকে, চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসের সামনেও কিছু মানুষ বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতেই তড়িঘড়ি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ড. ইউনূস।

হাদি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি শোক প্রকাশ করেছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।