ভারতের চোখে ‘পলাতক’, লন্ডনে রাজকীয় মেজাজ! মালিয়ার জন্মদিনে ললিত মোদির বিশেষ আয়োজন, ভাইরাল ছবি।

ভারতীয় তদন্তকারী সংস্থা এবং ব্যাংকগুলোর চোখে তাঁরা ‘পলাতক’। কিন্তু বিদেশের মাটিতে তাঁদের ঠাটবাট কমেনি বিন্দুমাত্র। এবার বিজয় মালিয়ার ৭০তম জন্মদিন উপলক্ষে লন্ডনের বেলগ্রেভ স্কোয়ারে নিজের রাজকীয় বাসভবনে এক জমকালো পার্টির আয়োজন করলেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদি।

‘কিং অফ গুড টাইমস’-এর গ্র্যান্ড বার্থডে: বিজয় মালিয়ার জন্মদিন উপলক্ষে ললিত মোদি ও তাঁর সঙ্গী রীমা বৌরির দেওয়া এই বিশেষ পার্টির থিম ছিল— “সুসময়ের রাজাকে উদযাপন”। আমন্ত্রিত অতিথিদের তালিকায় শুধু যে ব্যবসায়ীরা ছিলেন তা নয়, হলিউড অভিনেতা ইদ্রিস এলবা থেকে শুরু করে প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার মনোভিরাজ খোসলা— চাঁদের হাট বসেছিল ললিত মোদির প্রাসাদে।

ভারতীয় উদ্যোক্তার উপস্থিতি ও ভাইরাল ছবি: এই পার্টির ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ললিত মোদি ও বিজয় মালিয়ার হাস্যোজ্জ্বল ছবির পাশাপাশি সেখানে দেখা গিয়েছে বায়োকনের প্রতিষ্ঠাতা কিরণ মজুমদার-শ-কেও। আলোকচিত্রী জিম রাইডেল এক্স হ্যান্ডেলে এই পার্টির ছবি শেয়ার করে ললিত মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। যার উত্তরে ললিত মোদি লিখেছেন, “আমার প্রিয় বন্ধু বিজয় মালিয়ার জন্য আপনারা আসায় আমি খুশি।”

বিতর্কের নতুন ইন্ধন: ভারতের কয়েক হাজার কোটি টাকা তছরুপের অভিযোগে অভিযুক্ত দুই ব্যক্তি যখন বিদেশে বসে এমন রাজকীয় জীবনযাপন করছেন, তখন সেই অনুষ্ঠানে ভারতের নামী শিল্পপতির উপস্থিতি নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে সমালোচনার ঝড়। সমালোচকদের প্রশ্ন— একদিকে দেশের টাকা ফেরত দেওয়ার নির্দেশ, অন্যদিকে লন্ডনে কোটি কোটি টাকা খরচ করে উৎসব, এই বৈপরীত্য কি প্রশাসনের চোখে পড়বে না?

শীতের লন্ডনে মালিয়া-ললিতের এই ‘রি-ইউনিয়ন’ এখন ভারতীয় সোশ্যাল মিডিয়ার অন্যতম হট টপিক।