বেসরকারি স্কুলের দাপট কমাবে রানাঘাটের এই সরকারি স্কুল! নতুন বছর থেকেই শুরু ইংরেজি মাধ্যম

মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের অভিভাবকদের জন্য বড় সুখবর! এবার মোটা টাকা খরচ করে বেসরকারি স্কুলে ছোট পাঠাতে হবে না। নদিয়ার রানাঘাটের ঐতিহ্যবাহী নাশরাপাড়া হেমনলিনি গার্লস হাইস্কুলে আগামী নতুন শিক্ষাবর্ষ থেকেই চালু হতে চলেছে ইংরেজি মাধ্যম। রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের সবুজ সংকেত মেলার পরেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিল স্কুল কর্তৃপক্ষ।
একই ছাদের তলায় বাংলা ও ইংরেজি মাধ্যম
বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে এই খুশির খবরটি জানানো হয়। স্কুল কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে:
নতুন বছর থেকেই ইংরেজি মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু হবে।
ইংরেজি মাধ্যম চালু হলেও আগের মতোই বাংলা মাধ্যমেও পঠনপাঠন জারি থাকবে।
ছাত্রীরা তাদের পছন্দমতো মাধ্যম বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা পাবে।
কেন এই বড় সিদ্ধান্ত?
বর্তমান সময়ে দাঁড়িয়ে ইংরেজি মাধ্যমের প্রতি অভিভাবকদের ঝোঁক এবং চাহিদাকে সম্মান জানাতেই এই উদ্যোগ। স্কুল কর্তৃপক্ষের মতে, অনেক সময় ইচ্ছা থাকলেও আর্থিক অনটনের কারণে ছাত্রীদের চড়া ফির বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করা সম্ভব হয় না। এখন সরকারি পরিকাঠামোয় স্বল্প খরচে বা বিনামূল্যে উন্নত মানের ইংরেজি শিক্ষার সুযোগ মেলায় সেই সংকট কাটবে।
প্রস্তুতি তুঙ্গে
শিক্ষা দপ্তরের নির্দেশিকা মেনেই প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, অত্যাধুনিক শ্রেণিকক্ষ এবং শিক্ষা সহায়ক সরঞ্জাম ধাপে ধাপে প্রস্তুত করা হচ্ছে। যাতে প্রথম দিন থেকেই ছাত্রীরা কোনো সমস্যার সম্মুখীন না হয়, সেদিকে কড়া নজর রাখছে স্কুল ম্যানেজমেন্ট।
অভিভাবকদের মধ্যে খুশির হাওয়া
এই ঘোষণায় এলাকায় আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। অভিভাবকদের মতে, সরকারি স্কুলে ইংরেজি মাধ্যম চালু হওয়া মানেই ছাত্রীদের উচ্চশিক্ষা ও কর্মজীবনের পথ আরও প্রশস্ত হওয়া। রানাঘাটের শিক্ষাক্ষেত্রে এই পদক্ষেপ এক নতুন দিগন্ত খুলে দিল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।