TRP: শেষ বেলায় কামাল করল জগদ্ধাত্রী! সেরা দশে নতুনদের দাপট, তলানিতে নামী মেগা সিরিয়াল

প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও সামনে এল বাংলা টেলিভিশনের টিআরপি (TRP) রিপোর্ট কার্ড। আর এই সপ্তাহের তালিকায় রয়েছে বড়সড় চমক। লড়াইটা ছিল সমানে সমানে, কিন্তু শেষমেশ সবাইকে টেক্কা দিয়ে সেরার মুকুট ছিনিয়ে নিল এক পুরনো জনপ্রিয় মেগা।
শীর্ষে ‘পরিণীতা’, সিংহাসন হারালেন ‘পরশুরাম’
বহুদিন পর আবারও হারানো জমি ফিরে পেলেন পারুল আর রায়ান। উদয় প্রতাপ সিং এবং ঈশানি চট্টোপাধ্যায় অভিনীত ‘পরিণীতা’ ধারাবাহিকটি ৭.১ নম্বর পেয়ে এই সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে। অন্যদিকে, গত সপ্তাহের শীর্ষস্থান হারিয়ে দ্বিতীয় স্থানে নেমে এসেছে ‘পরশুরাম আজকের নায়ক’। তবে নম্বর খুব একটা কমেনি, ৬.৯ পেয়ে নিজের দাপট বজায় রেখেছে এই মেগা।
লড়াই জমিয়ে দিল ‘রাঙামতী তীরন্দাজ’
তালিকায় তিন নম্বরে উঠে এসেছে ‘রাঙামতী তীরন্দাজ’ (৬.৮)। রাঙামতী ও একলব্যর রসায়ন এবং গল্পের নতুন মোড় দর্শকদের টেনে রাখতে সফল হয়েছে। তবে বড়সড় পতন হয়েছে স্বস্তিকা দত্তের **‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’**র। দ্বিতীয় স্থান থেকে সোজা চার নম্বরে (৬.৬) নেমে এসেছে এই ধারাবাহিক।
শেষ বেলায় ছক্কা হাঁকাল ‘জগদ্ধাত্রী’
ধারাবাহিকটি শেষ হয়ে গেলেও যাওয়ার আগে নিজের জাত চিনিয়ে গেল জ্যাস স্যান্যাল। টানা কয়েক সপ্তাহ পিছিয়ে থাকার পর শেষ বেলায় ৬.৪ নম্বর পেয়ে পঞ্চম স্থানে থেকে সফর শেষ করল ‘জগদ্ধাত্রী’। এক সময়ের টপার ধারাবাহিকটি সম্মানের সঙ্গেই বিদায় নিল পর্দা থেকে।
এক নজরে সেরা ১০-এর তালিকা:
এই সপ্তাহে টিআরপি তালিকায় নজর কাড়ছে নতুন মেগাগুলিও। ষষ্ঠ স্থানে যুগ্মভাবে রয়েছে ‘বেশ করেছি প্রেম করেছি’ এবং রণিতা দাসের ‘ও মোর দরদিয়া’ (৬.২)।
| স্থান | ধারাবাহিকের নাম | প্রাপ্ত নম্বর |
| ১ম | পরিণীতা | ৭.১ |
| ২য় | পরশুরাম আজকের নায়ক | ৬.৯ |
| ৩য় | রাঙামতী তীরন্দাজ | ৬.৮ |
| ৪র্থ | প্রোফেসর বিদ্যা ব্যানার্জি | ৬.৬ |
| ৫ম | জগদ্ধাত্রী (শেষ সপ্তাহ) | ৬.৪ |
| ৬ষ্ঠ | ও মোর দরদিয়া / বেশ করেছি প্রেম করেছি | ৬.২ |
| ৭ম | লক্ষ্মী ঝাঁপি | ৬.০ |
| ৮ম | আমাদের দাদামণি / চিরদিনই তুমি যে আমার | ৫.৯ |
| ৯ম | চিরসখা | ৫.৮ |
| ১০ম | জোয়ার ভাঁটা | ৫.৭ |
পিছিয়ে পড়ল যারা:
নায়িকা বদলের প্রভাব পড়েছে ‘চিরদিনই তুমি যে আমার’-এর ওপর। এক সময় সেরা পাঁচে থাকলেও এবার সেটি নেমে এসেছে আট নম্বরে। একইভাবে নম্বর কমেছে এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক **‘চিরসখা’**রও। অন্যদিকে, শ্রুতি দাসের ‘জোয়ার ভাঁটা’ কোনোমতে সেরা দশে নিজের জায়গা টিকিয়ে রেখেছে।