সব বাধা জয়! বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণে ছাড়পত্র হাইকোর্টের, হুমায়ুন কবীরের তহবিলে জমা পড়ল কোটি কোটি টাকা

মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের আদলে প্রস্তাবিত নির্মাণ ঘিরে আইনি লড়াইয়ে চূড়ান্ত স্বস্তি পেলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এই প্রকল্প বন্ধের দাবিতে দায়ের করা জনস্বার্থ মামলাটি বৃহস্পতিবার সরাসরি খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ফলে আইনি গেরো কাটিয়ে এখন দ্রুত গতিতে প্রকল্পের কাজ এগোবে বলে মনে করা হচ্ছে।

আদালতের লড়াই ও স্বস্তির রায়
দীর্ঘদিন ধরেই এই মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দানা বেঁধেছিল বিতর্ক। মামলাকারীরা দাবি করেছিলেন, এই নির্মাণের ফলে এলাকায় সাম্প্রদায়িক উস্কানি বাড়তে পারে এবং তাই অবিলম্বে স্থগিতাদেশ দেওয়া প্রয়োজন। তবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় যে, এই আবেদনটি ত্রুটিপূর্ণ। কোনো স্থগিতাদেশ না দিয়ে আদালত মামলাটি খারিজ করে দেওয়ায় আইনিভাবে হাত শক্ত হলো হুমায়ুন কবীরের।

তহবিলে কোটি কোটি টাকার অনুদান
মসজিদ নির্মাণের ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়েছিল অর্থ সংগ্রহের কাজ। হুমায়ুন কবীর জানিয়েছেন:

ইতিমধ্যেই সারা দেশ থেকে কোটি কোটি টাকা অনুদান তাঁর কাছে এসে পৌঁছেছে।

শিলান্যাস পর্ব অত্যন্ত শান্তিতে সম্পন্ন হওয়ায় স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উৎসাহ তুঙ্গে।

বিশাল এই আর্থিক সমর্থনের ফলে নির্মাণ কাজ আরও সুগম হবে।

বিতর্ক ও বিধায়কের কড়া বার্তা
আদালতের রায়ের পর হুমায়ুন কবীর সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, এই জয় ন্যায়ের জয়। বিরোধীদের সমালোচনার জবাবে তিনি বলেন, “আমরা চাই সব কাজ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক। আদালতের রায় আমাদের বড় স্বস্তি দিয়েছে। আমি সবাইকে শান্তি বজায় রেখে এই মহৎ কাজে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”

যদিও সামাজিক ও রাজনৈতিক মহলের একাংশ এখনও এই মসজিদের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন, তবে আইনি লড়াইয়ে আপাতত সব মেঘ কেটে গেল। বেলডাঙার এই বিশাল প্রকল্পের ভবিষ্যৎ এখন সময়ের অপেক্ষায়।