পকেটে টাকা নেই? চিন্তা নেই! Google Pay নিয়ে এল ডিজিটাল ক্রেডিট কার্ড ‘Flex’, ফোন থেকেই করা যাবে UPI পেমেন্ট

অনলাইন পেমেন্টের দুনিয়ায় এবার বড়সড় ধামাকা করল টেক জায়ান্ট গুগল (Google)। আপনার অতি পরিচিত অ্যাপ Google Pay এবার নিয়ে এল নিজস্ব কো-ব্র্যান্ডেড ডিজিটাল ক্রেডিট কার্ড— ‘Flex’। অ্যাক্সিস ব্যাঙ্কের (Axis Bank) সঙ্গে যৌথ উদ্যোগে চালু হওয়া এই কার্ডটি সাধারণ ক্রেডিট কার্ডের ধারণাকেই বদলে দিতে চলেছে।
কী এই ‘Flex’ কার্ড?
এটি একটি সম্পূর্ণ ডিজিটাল ক্রেডিট কার্ড যা RuPay নেটওয়ার্কের ওপর ভিত্তি করে তৈরি। সবথেকে বড় সুবিধা হলো, এটি একটি UPI পাওয়ার্ড কার্ড। অর্থাৎ, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকলেও এই কার্ডের মাধ্যমে যে কোনও কিউআর (QR) কোড স্ক্যান করে আপনি অনায়াসেই পেমেন্ট করতে পারবেন।
কেন এটি স্পেশাল? (প্রধান বৈশিষ্ট্যসমূহ):
কাগজপত্রহীন আবেদন: এই কার্ড পেতে আপনাকে কোনও ব্যাঙ্কে ছুটতে হবে না বা ফিজিক্যাল পেপারওয়ার্ক করতে হবে না। Google Pay অ্যাপ থেকেই সরাসরি কয়েক মিনিটের মধ্যে আবেদন করা যাবে।
অনলাইন ও অফলাইন পেমেন্ট: ছোট চায়ের দোকান থেকে বড় শপিং মল—যেখানে UPI কাজ করে, সেখানেই ‘Flex’ কার্ড ব্যবহার করা যাবে।
স্টার রিওয়ার্ড (Star Reward): প্রতিটি ট্রানজাকশনে ব্যবহারকারীরা পাবেন ‘স্টার’। মনে রাখবেন, ১টি স্টারের মূল্য ১ টাকা। এই জমানো স্টার দিয়ে পরবর্তী কেনাকাটায় ছাড় পাওয়া যাবে।
ইন-অ্যাপ কন্ট্রোল: কার্ড ব্লক করা, পিন রিসেট বা ট্রানজাকশন লিমিট সেট করার মতো সব সুবিধাই থাকবে সরাসরি অ্যাপের ভেতর।
ইএমআই (EMI) সুবিধা: বড় কেনাকাটার ক্ষেত্রে সাধারণ ক্রেডিট কার্ডের মতোই সহজ কিস্তিতে বিল মেটানোর সুযোগ থাকছে।
কাদের জন্য এই কার্ড?
গুগল-এর দাবি অনুযায়ী, ভারতে বর্তমানে প্রায় ৫০ মিলিয়ন ক্রেডিট কার্ড ব্যবহারকারী রয়েছেন। যাঁরা জটিল আবেদন প্রক্রিয়ার কারণে ক্রেডিট কার্ড ব্যবহার করতে ভয় পান, তাঁদের কথা মাথায় রেখেই এই সহজ এবং দ্রুত ডিজিটাল কার্ডটি বাজারে আনা হয়েছে।
গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আপনার Google Pay অ্যাপটি আপডেট করলেই এই নতুন ‘Flex’ কার্ডের অপশনটি দেখতে পাবেন।