রেলে ওয়েটিং টিকিটের টেনশন খতম! ১০ ঘণ্টা আগেই জেনে নিন টিকিট কনফার্ম কি না, নয়া নিয়ম আনল রেল বোর্ড

ট্রেন যাত্রায় ওয়েটিং লিস্ট বা আরএসি (RAC) টিকিটের অনিশ্চয়তা নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে কয়েক দশকের পুরনো প্রথা ভাঙল ভারতীয় রেল। ট্রেন ছাড়ার মাত্র ৪ ঘণ্টা আগে চার্ট তৈরির বদলে এখন থেকে অনেক আগেই যাত্রীরা জেনে যাবেন তাঁদের টিকিটের সঠিক স্থিতি। রেল বোর্ডের এই নয়া নির্দেশিকায় খুশি দেশের কোটি কোটি যাত্রী।

কী এই নতুন নিয়ম? (চার্ট তৈরির সময়সূচী)

নতুন গাইডলাইন অনুযায়ী, ট্রেন ছাড়ার সময়ের ওপর ভিত্তি করে চার্ট তৈরির সময়কে তিনটি ভাগে ভাগ করা হয়েছে:

ট্রেনের সময় কখন তৈরি হবে রিজার্ভেশন চার্ট?
সকাল ৫টা থেকে দুপুর ২টো আগের দিন রাত ৮টার মধ্যেই চার্ট প্রস্তুত হয়ে যাবে।
দুপুর ২টো ০১ মি. থেকে রাত ১১টা ৫৯ মি. ট্রেন ছাড়ার ১০ ঘণ্টা আগে চার্ট তৈরি হবে।
রাত ১২টা থেকে ভোর ৫টা ট্রেন ছাড়ার ১০ ঘণ্টা আগে চার্ট তৈরি হবে।

কেন এই পরিবর্তন?

এতদিন পর্যন্ত ট্রেন ছাড়ার মাত্র ৪ ঘণ্টা আগে চূড়ান্ত চার্ট প্রকাশিত হতো। ফলে দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা স্টেশনে পৌঁছেও অনেক সময় জানতে পারতেন না তাঁদের সিট কনফার্ম হয়েছে কি না। নতুন নিয়মে:

  • যাত্রীরা বিকল্প যাতায়াত বা থাকার ব্যবস্থা করার জন্য হাতে পর্যাপ্ত সময় পাবেন।

  • শেষ মুহূর্তে স্টেশনে পৌঁছে টিকিট কনফার্ম না হওয়ার কারণে যে হয়রানি হতো, তা বন্ধ হবে।

  • যাত্রার পরিকল্পনা অনেক বেশি স্বচ্ছ ও চাপমুক্ত হবে।

রেল মন্ত্রকের বার্তা

রেল মন্ত্রকের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, ডিজিটাল ইন্ডিয়া ও যাত্রী পরিষেবার উন্নতির লক্ষ্যেই এই পদক্ষেপ। ইতিমধ্যেই দেশের সব জোনাল রেলওয়েকে এই নির্দেশিকা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে যাত্রীদের মোবাইলে অনেক আগে থেকেই আসন নিশ্চিত হওয়ার কনফার্মেশন মেসেজ চলে আসবে।

আপনার পরবর্তী সফরের ক্ষেত্রে এই নতুন নিয়মটি মাথায় রাখুন। বাড়ি থেকে বেরোনোর আগেই এখন আপনি নিশ্চিন্ত হতে পারবেন আপনার বার্থ নম্বর নিয়ে।