আরামবাগে ডায়েরিয়ার মড়ক! পানীয় জলে বিষক্রিয়ায় অসুস্থ ৩৫, চিকিৎসাধীন বহু বৃদ্ধ-বৃদ্ধা

শীতের মরসুমের মাঝেই হুগলির আরামবাগে ডায়েরিয়ার ভয়াবহ প্রকোপ। পানীয় জল থেকে সংক্রমণ ছড়িয়ে অসুস্থ হয়ে পড়লেন অন্তত ৩৫ জন বাসিন্দা। আরামবাগ পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ন’পাড়া ও সুপাড়া এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অসুস্থদের মধ্যে নারী-পুরুষ ও অনেক প্রবীণ নাগরিক রয়েছেন, যাঁদের বর্তমানে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে।

বিপর্যয়ের মূলে কি পুরসভার কাজ?
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় নিকাশী নালা সংস্কারের কাজ চলছে। সেই কাজ চলাকালীন মাটির তলার পানীয় জলের পাইপ লাইন ফেটে গিয়ে বিপত্তি ঘটে। ড্রেনের দূষিত জল পানীয় জলের লাইনে মিশে যাওয়ায় সেই জল খেয়েই একের পর এক বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন। বমি এবং ডায়েরিয়ার উপসর্গ নিয়ে মঙ্গলবার রাত থেকেই হাসপাতালে ভিড় বাড়তে শুরু করে।

হাসপাতালের বর্তমান পরিস্থিতি
হাসপাতাল সূত্রে খবর, এখন পর্যন্ত ৩৫ জনকে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, এটি মূলত জলবাহিত সংক্রমণ। আক্রান্তদের মধ্যে কয়েকজন বয়স্ক মানুষের অবস্থা কিছুটা উদ্বেগজনক হলেও বাকিদের অবস্থা স্থিতিশীল। পরিস্থিতির গুরুত্ব বুঝে হাসপাতালে অতিরিক্ত শয্যা ও ওষুধের ব্যবস্থা রাখা হয়েছে।

প্রশাসনের ভূমিকা ও পদক্ষেপ
বিপত্তি বাড়তেই নড়েচড়ে বসেছে আরামবাগ পুরসভা। পুর কর্তৃপক্ষের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় দ্রুত মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ এবং বিশেষজ্ঞ টিম পাঠানো হয়েছে। পাইপ লাইনের লিক মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে। পাশাপাশি, আক্রান্ত এলাকায় বিকল্প পানীয় জলের ব্যবস্থা (ওয়াটার ট্যাঙ্ক) করার আশ্বাস দেওয়া হয়েছে।

জনসাধারণের দাবি
ক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, শুধুমাত্র পাইপ সারানো নয়, পানীয় জলের গুণগত মান নিয়মিত পরীক্ষা করতে হবে প্রশাসনকে। সংস্কারের কাজের সময় কেন সুরক্ষা বিধি মানা হয়নি, তা নিয়েও প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।