বিয়ে চলছে, কনে ল্যাপটপে সামলাচ্ছেন অফিস, VIRAL ছবিতে চাঞ্চল্য নেটদুনিয়ায়

একদিকে দুনিয়াজুড়ে আলোচনা চলছে ‘রাইট টু ডিসকানেক্ট’ বা অফিসের পর কাজ না করার অধিকার নিয়ে। আর ঠিক সেই সময়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবি নতুন করে বিতর্কের আগুন জ্বালিয়ে দিল। ছবিতে দেখা যাচ্ছে, বিয়ের সাজে মণ্ডপে বরের পাশে বসেই কোলের ওপর ল্যাপটপ নিয়ে কাজ করছেন এক তরুণী।
কী ঘটেছিল সেই রাতে? ভাইরাল হওয়া এই ছবিটি শেয়ার করেছেন ‘KoyalAI’-এর সিইও মেহুল আগরওয়াল। ছবিতে থাকা তরুণী আর কেউ নন, মেহুলের বোন তথা ওই সংস্থার সহ-প্রতিষ্ঠাতা গৌরী আগরওয়াল। মেহুল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে জানান, বিয়ের মাত্র ১০ মিনিট পরেই সংস্থায় একটি জরুরি সমস্যা দেখা দেয়। আর সেই ‘ক্রিটিক্যাল ইস্যু’ সমাধান করতেই বিয়ের আসরেই ল্যাপটপ হাতে তুলে নিতে হয় গৌরীকে।
গর্ব নাকি শোষণের ছবি? মেহুল তাঁর পোস্টে দাবি করেছেন, এটি কোনো লোকদেখানো প্রচার নয়। বরং একটি স্টার্টআপ দাঁড় করানোর বাস্তব লড়াই বোঝাতেই তিনি এই ছবি দিয়েছেন। তিনি লেখেন, “অনেকেই জিজ্ঞেস করে আমরা কেন জিতি? উত্তরটা এই ছবিতেই আছে।” তবে তিনি এও স্বীকার করেছেন যে, বিয়ের পিঁড়িতে মেয়ের এই অবস্থা দেখে বাড়ির বড়রা বেশ রেগে গিয়েছিলেন।
নেটিজেনদের তীব্র প্রতিক্রিয়া: ছবিটি ভাইরাল হতেই দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে নেটপাড়া।
-
এক পক্ষের মতে: গৌরীর এই একাগ্রতা ও পরিশ্রমই সফল উদ্যোক্তার পরিচয়।
-
অন্য পক্ষের দাবি: এটি কোনোভাবেই গৌরবের বিষয় হতে পারে না। ব্যক্তিগত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তকেও যদি অফিসের কাজে বিসর্জন দিতে হয়, তবে সেই কর্মসংস্কৃতি (Work Culture) আসলে বিষাক্ত। ‘ওয়ার্ক-লাইফ ব্যালেন্স’ বা কাজের সুস্থ পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
স্টার্টআপের চাপে কি তবে ব্যক্তিগত আবেগ তলানিতে ঠেকছে? এই ছবি সেই অস্বস্তিকর প্রশ্নটাই ফের উসকে দিল।