ছুটির ডাবল ধামাকা! ২০২৬-এর শুরুতেই টানা ১০ দিন অফ? খুশির খবর শোনাল নবান্ন

বছর শেষের মুখেই রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ উপহার নিয়ে এল নবান্ন। ২০২৬ সালের জন্য যে সরকারি ছুটির তালিকা প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে বছরের প্রথম মাস জানুয়ারিতেই রয়েছে ছুটির বাহার। সাপ্তাহিক ছুটি ও উৎসবের দিনগুলো মিলিয়ে কার্যত উৎসবের আমেজ থাকবে সারা মাস জুড়ে।
জানুয়ারির শুরুতেই ছুটির ‘বোনাস’
প্রকাশিত তালিকা অনুযায়ী, জানুয়ারি মাসের মাঝামাঝি এবং শেষ দিকে রয়েছে দু’টি লম্বা উইকেন্ড। যা মিলিয়ে প্রায় ১০ দিনের ছুটি উপভোগ করতে পারবেন কর্মীরা।
প্রথম পর্ব: মধ্য জানুয়ারির লম্বা বিরতি
১০ জানুয়ারি (শনিবার)
১১ জানুয়ারি (রবিবার)
১২ জানুয়ারি (সোমবার) – বিবেকানন্দ জয়ন্তী
১৪ জানুয়ারি (বুধবার) – মকর সংক্রান্তি
এডিটরস টিপস: মাঝে ১৩ জানুয়ারি (মঙ্গলবার) যদি কোনও কর্মী একদিনের ক্যাজুয়াল লিভ (CL) নেন, তবে তিনি টানা ৫ দিনের লম্বা ছুটি পেয়ে যাবেন।
দ্বিতীয় পর্ব: শেষ জানুয়ারির ‘ধামাকা’
মাসের শেষে রয়েছে আরও একটি মেগা উইকেন্ড:
২২ জানুয়ারি (বৃহস্পতিবার) – সরস্বতী পুজোর আগের দিন
২৩ জানুয়ারি (শুক্রবার) – নেতাজি জয়ন্তী ও সরস্বতী পুজো
২৪ জানুয়ারি (শনিবার)
২৫ জানুয়ারি (রবিবার)
২৬ জানুয়ারি (সোমবার) – সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস অর্থাৎ, টানা ৫ দিন কোনো অতিরিক্ত ছুটি ছাড়াই সব সরকারি দফতর বন্ধ থাকবে।
বন্ধ থাকবে কোন কোন দফতর?
নবান্ন সূত্রের খবর অনুযায়ী, এই ছুটির দিনগুলোতে নবান্ন সহ সমস্ত রাজ্য সরকারি প্রশাসনিক দফতর, পুরসভা এবং পঞ্চায়েত অফিস বন্ধ থাকবে। এছাড়াও রাজ্য সরকারি স্কুল ও কলেজের শিক্ষক এবং শিক্ষাকর্মীরাও এই ছুটির সুবিধা পাবেন।
২০২৬ সালের এই ছুটির ক্যালেন্ডার সামনে আসতেই খুশির হাওয়া সরকারি মহলে। নতুন বছরের শুরুতেই পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার বা বিশ্রামের এমন সুযোগ হাতছাড়া করতে চাইছেন না অনেকেই।