মোটা বেতনের ব্যাঙ্ক জব! স্পেশ্যাল ক্যাডার অফিসার পদে নিয়োগ দিচ্ছে SBI, কারা পাবেন সুযোগ?

নতুন বছরেই সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ব্যাঙ্কিং সেক্টরে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। প্রায় হাজার শূন্যপদে স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার (SCO) নিয়োগ করা হবে। সবথেকে আকর্ষণীয় বিষয় হলো, এই পদে নিয়োগের জন্য কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না।

শূন্যপদের বিস্তারিত তথ্য: স্টেট ব্যাঙ্কের তরফে মোট ৯৯৬টি শূন্যপদে নিয়োগের কথা জানানো হয়েছে। বিভাগ অনুযায়ী শূন্যপদগুলি হলো:

ভিপি ওয়েলথ (VP Wealth): ৫০৬টি

এভিপি ওয়েলথ (AVP Wealth): ২০৬টি

কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ: ২৮৪টি

যোগ্যতা ও বয়সসীমা:

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক (Graduate) হতে হবে। এমবিএ (MBA) বা সমতুল্য উচ্চতর ডিগ্রি থাকলে অগ্রাধিকার মিলবে।

বয়স: প্রার্থীর বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

নিয়োগ পদ্ধতি: এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো লিখিত পরীক্ষার ঝামেলা নেই। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রথমে ‘শর্টলিস্ট’ বা সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে। এরপর বাছাই করা প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ বা সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ করা হবে।

আবেদন করবেন কীভাবে? (ধাপে ধাপে গাইড)

আগ্রহী প্রার্থীরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন: ১. প্রথমে এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in/web/careers-এ যান। ২. সেখানে ‘JOIN SBI’ ট্যাব থেকে ‘Current Openings’ অপশনে ক্লিক করুন। ৩. সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে (SCO Recruitment) ক্লিক করে ‘Apply Online’-এ যান। ৪. নাম, মোবাইল নম্বর ও ইমেল দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। ৫. প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন এবং প্রয়োজনীয় নথিপত্র (Documents) আপলোড করুন। ৬. শেষে আবেদন ফি জমা দিয়ে সাবমিট করুন।

দেরি না করে দ্রুত আবেদন সেরে ফেলুন। এই পদে যোগ দিলে শুরুতেই মিলবে মোটা অংকের বেতন ও আকর্ষণীয় ভাতা। বিশদ তথ্যের জন্য স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত ফলো করুন।