শুটিং সেটে আচমকা এমার্জেন্সি! কেবিসি-র মঞ্চে অমিতাভ বচ্চনের কোন সিদ্ধান্তে অবাক প্রোডাকশন টিম?

প্রতিদিনের মতোই সবকিছু ঠিকঠাক চলছিল। সনি টিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (KBC 17)-এর সেটে যথাসময়ে পৌঁছে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। শুরু হয়েছিল শুটিং। কিন্তু আচমকাই তালভঙ্গ! মাঝপথেই শুটিং থামিয়ে দেওয়ার নির্দেশ দিলেন খোদ বলিউড শাহেনশা। কেন এমন সিদ্ধান্ত? কারণটি নিজেই ব্লগে খোলসা করেছেন অমিতাভ বচ্চন।

সেটে জরুরি পরিস্থিতি বিগ বি জানিয়েছেন, হট সিটে তখন বসেছিলেন এক মহিলা প্রতিযোগী। খেলা শুরু হতেই দেখা যায়, দর্শকাসনে বসা ওই প্রতিযোগীর স্বামী হঠাৎ অসুস্থবোধ করছেন। তড়িঘড়ি সেখানে চিকিৎসকরা পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কিন্তু অমিতাভ বচ্চন মনে করেন, এই অবস্থায় খেলা চালিয়ে যাওয়া ঠিক নয়।

বিগ বি-র মানবিক ব্লগে কী লেখা? অমিতাভ তাঁর ব্লগে লেখেন, “তিনটি পর্বের শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু মাঝপথেই থামতে হয়। যেখানে একজন প্রতিযোগীর স্বামী অসুস্থ, সেখানে নৈতিকতার খাতিরে খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। ওই প্রতিযোগীও তখন খেলার প্রতি মনোযোগ দিতে পারছিলেন না।”

নিজে থেকেই অতিরিক্ত কাজের প্রস্তাব অমিতাভ শুধু শুটিং বন্ধই করেননি, প্রোডাকশন টিমকে আশ্বস্ত করেছেন যে প্রতিযোগীর স্বামী সুস্থ হলে অন্য একদিন এই পর্বের শুটিং হবে। সম্প্রচারের সময় যাতে নষ্ট না হয়, তার জন্য তিনি একদিনে দুটোর বদলে তিনটি পর্ব শুট করতেও রাজি হয়েছেন। তাঁর কথায়, “আমি প্রোডাকশন টিমকে জানিয়েছি, সম্প্রচারের সীমাবদ্ধতা থাকলে আমি অতিরিক্ত সময় কাজ করতেও প্রস্তুত।”

শাহেনশার এই সিদ্ধান্তে মুগ্ধ নেটপাড়া। যেখানে মেগা স্টারদের ব্যস্ততার শেষ নেই, সেখানে দাঁড়িয়ে সাধারণ এক প্রতিযোগীর পরিবারের কথা ভেবে অমিতাভ বচ্চন যে সহমর্মিতা দেখালেন, তা আবারও প্রমাণ করল কেন তিনি আজও ‘বলিউড শাহেনশা’।