বইমেলা সরলেও সার্কাসে মানা নেই! কেন স্থগিতাদেশ দিল না হাইকোর্ট? জানুন বিচারপতির পর্যবেক্ষণ

তিলোত্তমায় ফিরছে শীতের সেই নস্ট্যালজিয়া। পার্ক সার্কাস ময়দানে সার্কাস আয়োজনে আর কোনও আইনি বাধা রইল না। দূষণের অভিযোগে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় বুধবার কোনও স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট। ফলে দীর্ঘ বিরতির পর আবারও শহরের বুকে বসতে চলেছে সার্কাসের তাঁবু।

কেন বাধা দিল না আদালত? বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। বিচারপতি পার্থ সারথি সেনের পর্যবেক্ষণ অনুযায়ী:

সার্কাসের দর্শক সংখ্যা বর্তমানে অনেকটাই কম, তাই অতিরিক্ত মানুষের ভিড় হওয়ার সম্ভাবনা নেই।

সার্কাস একটি নির্দিষ্ট ঘেরা এলাকার মধ্যে হয়, ফলে দূষণের মাত্রা ছড়ানোর আশঙ্কাও কম।

আয়োজক সংস্থা প্রয়োজনীয় সমস্ত সরকারি অনুমতি সংগ্রহ করেছে।

মামলার প্রেক্ষাপট ও পুরোনো বিতর্ক: গত ১ ডিসেম্বর কলকাতা পুরসভা পার্ক সার্কাস ময়দানে সার্কাস করার অনুমতি দিয়েছিল। ২০১৪ সালের পর উড়ালপুলের কাজের জন্য এখানে সার্কাস বন্ধ ছিল। তবে পুরসভার এই অনুমতির বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক মামলাকারী। তাঁর প্রধান যুক্তি ছিল ২০০৮ সালের সেই ঐতিহাসিক রায়, যার ভিত্তিতে দূষণ রোধে পার্ক সার্কাস ময়দান থেকে বইমেলা সরিয়ে দেওয়া হয়েছিল। মামলাকারীর দাবি ছিল, সার্কাসের অনুমতি দিয়ে পুরসভা দূষণ পর্ষদের বিধিনিষেধ লঙ্ঘন করছে।

স্বস্তিতে সার্কাস প্রেমীরা: আদালতের এই রায়ের পর স্পষ্ট যে, পার্ক সার্কাসের ময়দানে আবারও খেলা দেখাবেন জোকার থেকে ট্র্যাপিজ খেলোয়াড়রা। শীতের কলকাতায় কচিকাঁচাদের কাছে এটি যে বড় উপহার, তা বলাই বাহুল্য। মা এবং এজেসি বোস উড়ালপুলের কাজের জটিলতা কাটিয়ে দীর্ঘ বছর পর এই মাঠে ফিরছে চেনা মেজাজ।