‘মোল্লা থেকে ব্রাহ্মণ!’ ভোটার তালিকায় মহম্মদ সেলিমের পদবি বদল, কমিশনের SIR-কে ধুয়ে দিলেন সেলিম-পুত্র

পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা নিয়ে বিতর্কের শেষ নেই। হুগলিতে তৃণমূল কাউন্সিলরকে ‘মৃত’ দেখানো থেকে শুরু করে এবার খোদ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের পদবি বদলে যাওয়ার মতো চাঞ্চল্যকর তথ্য সামনে এল। মহম্মদ সেলিম ও তাঁর পুত্র অতীশ আজিজের পদবি খসড়া তালিকায় রাতারাতি বদলে হয়ে গেল ‘অবস্থি’!

বিস্ফোরক অতীশ আজিজ কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের ভোটার অতীশ আজিজ এই বিভ্রাট দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন। খসড়া তালিকার স্ক্রিনশট শেয়ার করে তিনি লিখেছেন, “মিডিয়া, বিজেপি সবাই মিলে কীসব গল্প দিল যে SIR-র মাধ্যমে মোল্লাদের টাইট দেওয়া হবে। এদিকে দেখছি আমাকে ECI ব্রাহ্মণ বানিয়ে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে মহম্মদ সেলিমকেও।”

কী আছে সেই তালিকায়? ভাইরাল হওয়া সেই স্ক্রিনশটে দেখা যাচ্ছে:

অতীশের বাবার নামের জায়গায় লেখা হয়েছে— মহম্মদ সেলিম অবস্থি।

অতীশের নিজের নামের জায়গায় লেখা হয়েছে— অতীশ আজিজ অবস্থি।

সাধারণত উত্তর ভারতের ব্রাহ্মণদের পদবি ‘অবস্থি’ হয়ে থাকে। একজন বর্ষীয়ান মুসলিম জননেতার নামের সঙ্গে এমন হিন্দু পদবি কীভাবে জুড়ে গেল, তা নিয়ে নির্বাচন কমিশনের গাফিলতির দিকেই আঙুল তুলছেন রাজনৈতিক মহলের একাংশ।

কমিশনের সাফাই ও রাজনৈতিক প্রতিক্রিয়া নির্বাচন কমিশন জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোনো যান্ত্রিক বা মানুষের ভুল থাকলে তা দ্রুত সংশোধন করা হবে। তবে এই ঘটনাকে হাতিয়ার করে আসরে নেমেছে রাজনৈতিক দলগুলো। এর আগে হুগলির ডানকুনি পুরসভার তৃণমূল কাউন্সিলর সূর্য দে-কে ‘মৃত’ দেখানো নিয়ে শোরগোল পড়েছিল। সেই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সেই মন্তব্য—“এটা SIR না ফাজলামি হচ্ছে?”—এবার সেলিম-পুত্রের পোস্টের পর নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠল।

বড় প্রশ্ন: যেখানে কমিশন দাবি করছে SIR-এর মাধ্যমে ভোটার তালিকা নির্ভুল করা হচ্ছে, সেখানে বারবার এমন ভুল কেন হচ্ছে? এটি কি নিছকই প্রযুক্তিগত ত্রুটি নাকি এর নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে?