পিএফ গ্রাহকদের বাম্পার উপহার! এবার এটিএম বা ইউপিআই দিয়ে তোলা যাবে ৭৫% টাকা, বড় ঘোষণা কেন্দ্রের

প্রভিডেন্ট ফান্ড বা পিএফ থেকে টাকা তোলার ঝক্কি এবার অতীত হতে চলেছে। পকেটের নগদ টাকার মতোই এবার পিএফ অ্যাকাউন্ট থেকে দ্রুত টাকা পাবেন গ্রাহকরা। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, আগামী দিনে এটিএম (ATM) এবং ইউপিআই (UPI)-এর মাধ্যমেই পিএফ অ্যাকাউন্টের ৭৫ শতাংশ পর্যন্ত টাকা তোলার সুবিধা চালু করতে চলেছে কেন্দ্র।

কবে থেকে মিলবে এই সুবিধা? শ্রম মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যেই এই নতুন এবং আধুনিক ব্যবস্থা কার্যকর করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মূলত আমলাতান্ত্রিক জটিলতা এবং দীর্ঘ সময় অপেক্ষার অবসান ঘটাতেই এই ডিজিটাল উদ্যোগ।

এক নজরে নতুন নিয়মের বড় সুবিধাগুলি:

সহজ উত্তোলন: বর্তমানে পিএফ তোলার জন্য একাধিক ফর্ম এবং দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। নতুন ব্যবস্থায় এটিএম বা ইউপিআই ব্যবহারে সেই সময় অনেকটাই বেঁচে যাবে।

এক বছর চাকরি করলেই টাকা: আগে বিয়ে বা বিশেষ প্রয়োজনে পিএফ তুলতে অন্তত ৭ বছর চাকরির শর্ত থাকত। এখন মাত্র ১ বছর চাকরি করলেই পিএফ তোলা সম্ভব হবে।

বেকারত্বে বড় সহায়: চাকরি চলে গেলে বা বেকার হলে সঙ্গে সঙ্গেই জমানো টাকার ৭৫ শতাংশ তুলে নেওয়া যাবে। বাকি ২৫ শতাংশ পাওয়া যাবে এক বছর পর।

৭৫% পর্যন্ত উইথড্রল: অবসর নেওয়ার আগেই বিশেষ প্রয়োজনে কর্মী ও নিয়োগকর্তা—উভয় পক্ষের কন্ট্রিবিউশন মিলিয়েই মোট ৭৫ শতাংশ টাকা তোলার অনুমতি দিচ্ছে কেন্দ্র।

সম্পূর্ণ টাকা তোলার শর্ত: ৫৫ বছরের পর শারীরিকভাবে অক্ষম হলে কিংবা স্থায়ীভাবে বিদেশে চলে গেলে পুরো টাকা একবারে তোলা যাবে।

কেন এই পরিবর্তন? শ্রম মন্ত্রকের সাফ কথা, পিএফ-এর টাকা কর্মীদেরই কষ্টার্জিত সঞ্চয়। তাই সেই টাকা পাওয়ার প্রক্রিয়াকে সবথেকে সহজ করাই সরকারের একমাত্র লক্ষ্য। ইতিমধ্যেই পিএফ উইথড্রলের জটিল ক্যাটাগরিগুলোকে কমিয়ে এনে প্রক্রিয়াটি দ্রুত করার কাজ শুরু হয়েছে।

এখন শুধু অপেক্ষা ২০২৬-এর, যখন কিউআর কোড স্ক্যান করেই হয়তো আপনার পিএফ অ্যাকাউন্টের টাকা সরাসরি আপনার হাতে আসবে!