যুবভারতীকাণ্ডে ধৃতদের পাশে BJP, আইনি সাহায্যের ঘোষণা করলেন শুভেন্দু

যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে ঘটে যাওয়া বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনায় এবার সরাসরি ময়দানে নামল বিজেপি। বুধবার সকালে এক সাংবাদিক বৈঠক করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিলেন, এই ঘটনায় পুলিশ যাঁদের গ্রেফতার করেছে, তাঁদের সকলকেই বিনামূল্যে আইনি সহায়তা দেবে বিজেপি।

শুভেন্দুর দাবি, পুলিশ যাঁদের গ্রেফতার করেছে তাঁরা কোনও অপরাধী নন, বরং সাধারণ ফুটবলপ্রেমী। তিনি বলেন, “ধৃতদের সম্পূর্ণ লিগ্যাল সাপোর্ট দেবে বিজেপি। আমাদের আইনজীবীরা এই তথাকথিত ভুয়ো এফআইআরগুলিতে স্থগিতাদেশ চাইবেন। জামিন করানো থেকে শুরু করে আইনি লড়াই— সব দিকেই পাশে থাকবে দল।” বিজেপি এই বিষয়ে একটি জনস্বার্থ মামলাও দায়ের করেছে।

🚨 ‘শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা!’— তোপ প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ নিয়ে কটাক্ষ করে শুভেন্দু বলেন, “মন্ত্রী পদত্যাগ করে শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন। যাঁরা টাকা দিয়ে টিকিট কিনেছেন, তাঁরা যোগ্য। তাঁদের অনেকেই উচ্চ শিক্ষিত, বড় কোম্পানিতে চাকরি করেন। অথচ যাঁরা প্রাতিষ্ঠানিক দুর্নীতি করল, তাদের কিছু করা হয়নি। ২৫ কোটি টাকা অ্যাডভান্স কে করেছে? এতে পুরো দলটা যুক্ত।”

👮 ষষ্ঠ গ্রেফতারি ও সিটের (SIT) পরিদর্শন

এদিকে, যুবভারতীতে ভাঙচুরের ঘটনায় আরও এক জনকে গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ধৃতের নাম রূপক মণ্ডল। সিসিটিভি ফুটেজ দেখে তাঁকে চিংড়িঘাটা এলাকা থেকে ধরা হয়। এই নিয়ে মোট ৬ জন গ্রেফতার হলেন।

অন্যদিকে, বুধবার সকালেই রাজ্য পুলিশের গঠিত বিশেষ তদন্তকারী দল (SIT)-এর চারজন উচ্চপদস্থ আধিকারিক যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শনে যান। তাঁরা ভাঙচুর হওয়া গ্যালারি এবং মাঠের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

কী ঘটেছিল সেই দিন?

গত শনিবার লিওনেল মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি হয় যুবভারতীতে। চড়া দামে টিকিট কেটেও বহু দর্শক মেসিকে দেখার সুযোগ পাননি বলে অভিযোগ। মাঠের মাঝে মন্ত্রী অরূপ বিশ্বাসসহ প্রভাবশালীদের ‘জটলা’ থাকায় গ্যালারি থেকে দর্শকদের দৃশ্য আড়াল হয়ে যায়।

মেসিরা মাঠ ছাড়ার পরই ক্ষুব্ধ জনতা গ্যালারির হোর্ডিং ছেঁড়া ও চেয়ার ভাঙচুর শুরু করে। একপর্যায়ে ফেন্সিং ভেঙে জনতা মাঠে ঢুকে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপরই বিধাননগর পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে।