বিয়ে করলেন বাংলা টেলিভিশনের ‘খুকুমণি’ দীপান্বিতা রক্ষিত, পশুচিকিৎসক গৌরবের সঙ্গে বাঁধলেন সাতপাকে

ডিসেম্বর মাসেই বিয়ের কথা ছিল। সেই কথামতোই বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত (খুকুমণি) মঙ্গলবার সন্ধ্যায় তাঁর আইনি বিয়ের খবর প্রকাশ্যে আনলেন। অভিনেত্রীর পাত্র বিনোদুনিয়ার মানুষ নন, বরং তিনি একজন পশুচিকিৎসক। গৌরব দত্তের সঙ্গে সই-সাবুদ করে বিয়েটা সেরে ফেললেন দীপান্বিতা।
ইনস্টাগ্রামে সম্পর্কের সিলমোহর
নিজের প্রেম বা বিয়ে নিয়ে এতদিন জনসমক্ষে মুখ খোলেননি দীপান্বিতা। স্বামী-স্ত্রী হওয়ার পরই অভিনেত্রী আনুষ্ঠানিকভাবে তাঁদের সম্পর্ককে স্বীকৃতি দিলেন। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামের পাতায় বিয়ের ছবি ভাগ করে নিয়ে তিনি ক্যাপশনে লেখেন—’অফিসিয়্যালি ম্যারেড…১৫.১২.২০২৫’, অর্থাৎ সোমবারেই এই শুভকাজ সম্পন্ন হয়েছে।
বিয়ের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দীপান্বিতা। আংটি বদলের পর্বও সেরেছেন এই জুটি।
সোনালি সাজে আইনি বিয়ে
আইনি বিয়ের জন্য দীপান্বিতা ও গৌরব দুজনেই সোনালি রং বেছে নিয়েছিলেন।
দীপান্বিতা পরেছিলেন সোনালি টিস্যু সিল্কের শাড়ি। গলায় হিরের নেকলেস, কানে দুল এবং হাতে ছিল গৌরবের পরানো হিরের আংটি।
বউয়ের সঙ্গে রং মিলিয়ে পশুচিকিৎসক গৌরব পরেছিলেন সোনালি পাঞ্জাবি।
দীপান্বিতাকে তাঁর অনস্ক্রিন স্বামী রাহুল মজুমদার, অভিনেত্রী খেয়ালি মণ্ডল-সহ বহু অনুরাগী শুভেচ্ছা জানিয়েছেন।
পশুপ্রেম থেকে প্রেম
বর-কনে দুজনেই বাঁকুড়ার বাসিন্দা। পশুপ্রেমী দীপান্বিতার বাড়িতে একাধিক পোষ্য সন্তান রয়েছে। জানা গিয়েছে, সেই সূত্রেই পশু চিকিৎসক গৌরবের সঙ্গে অভিনেত্রীর আলাপ হয়। প্রায় চার বছর ধরে তাঁরা পরস্পরকে চেনেন এবং গত এক বছর ধরে সম্পর্কে ছিলেন। অবশেষে এই জুটি তাঁদের সম্পর্কে আইনি সিলমোহর দিলেন।
কাজের জগৎ
‘সাঁঝের বাতি’ ধারাবাহিকের মাধ্যমে দর্শক দীপান্বিতাকে পর্দায় দেখলেও, তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান ‘খুকুমণি হোম ডেলিভারি’ ধারাবাহিকের মাধ্যমে। শীঘ্রই স্টার জলসার পর্দায় ফিরছেন তিনি। এসভিএফ প্রযোজনায় স্টার জলসায় আসছে নতুন মেগা ‘আমি শুধু চেয়েছি তোমায়’, যেখানে তিনি অভিনেতা শুভ্রজিৎ সাহার সঙ্গে জুটি বাঁধছেন।