২৫ কোটি ২০ লক্ষ টাকার গ্রিনের পর ১৮ কোটির মাথিসা পাথিরানা, আইপিএল নিলামের সবচেয়ে দামি দুই ক্রিকেটারই তুলে নিল কেকেআর

আইপিএল নিলামে ইতিহাস গড়ল কলকাতা নাইট রাইডার্স (KKR)। এই নিলামের সবচেয়ে দামি দুই ক্রিকেটারকেই বিশাল অঙ্কের বিনিময়ে দলে নিয়ে চমক দিল নাইট শিবির। প্রথমে তারা ২৫ কোটি ২০ লক্ষ টাকা খরচ করে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে নেয়। এরপর শ্রীলঙ্কার তরুণ পেসার মাথিসা পাথিরানাকে রেকর্ড ১৮ কোটি টাকার বিনিময়ে কিনে নিল কেকেআর।

একই নিলামে দুটি সর্বোচ্চ দরের ক্রিকেটারকে কিনে নেওয়ায় কেকেআর-এর ফ্র্যাঞ্চাইজি এবার শিরোপা জয়ের লক্ষ্যে তাঁদের পরিকল্পনা স্পষ্ট করে দিল।

কেকেআরে ব্র্যাভো-পাথিরানা যুগলবন্দী

পাথিরানা নতুন ফ্র্যাঞ্চাইজিতে এলেও তাঁর জন্য সুখবর হলো, তিনি তাঁর চেন্নাই সুপার কিংস (CSK) দলের একসময়ের সতীর্থ ডোয়েন ব্র্যাভোকে মেন্টর হিসেবে পাচ্ছেন। কেকেআরে মেন্টর হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন ব্র্যাভো। অন্যদিকে, বোলিং কোচ হিসেবে পাথিরানা পাবেন প্রাক্তন কিউয়ি তারকা টিম সাউদিকে। ব্র্যাভো এবং সাউদির মতো অভিজ্ঞদের তত্ত্বাবধানে ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে পরিচিত এই শ্রীলঙ্কার তরুণ পেসার কেকেআরের বোলিং বিভাগে নতুন মাত্রা যোগ করবেন বলে আশা করা হচ্ছে।

পাথিরানার এই বিশাল দর তাঁকে এবারের নিলামের অন্যতম ‘জুয়েল অফ দ্য অকশন’-এ পরিণত করেছে এবং নাইট রাইডার্সের বোলিং লাইন-আপকে নিঃসন্দেহে আরও মজবুত করেছে।