হাওড়ার শিবপুর বহুতলে ভয়াবহ আগুন! চার তলা থেকে উদ্ধার একাধিক আটকে থাকা বাসিন্দা, ব্যাপক চাঞ্চল্য

হাওড়ার শিবপুর থানার শান্তা সিং মোড় এলাকায় মঙ্গলবার সকালে একটি বহুতল আবাসনে ভয়াবহ আগুন লাগার (Howrah Fire) ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আবাসনের চতুর্থ তলায় হঠাৎই আগুনের শিখা দেখা যেতেই এলাকায় দ্রুত আতঙ্ক গ্রাস করে। ঘটনাটি ঘটে যখন বহু সাধারণ মানুষ ফ্ল্যাটে বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে খবর পেয়ে মুহূর্তের মধ্যে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নেভানোর পাশাপাশি বহুতলটি ঘিরে নিরাপত্তা জোরদার করে পুলিশ। আশেপাশের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, আগুনের সূত্রপাত এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, তবে স্থানীয়দের একাংশের ধারণা—বৈদ্যুতিক শর্ট সার্কিট বা বাতি থেকে এই বিপত্তি হতে পারে।

দমকলের দ্রুত তৎপরতা, বাসিন্দাদের উদ্ধার:

দমকল কর্মীরা দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগান এবং আগুনের বিস্তার রোধ করার চেষ্টা চালান। চার তলার বেশ কিছু অংশে দ্রুত আগুন ছড়িয়ে পড়তে পারে, সেই আশঙ্কায় জল এবং অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করা হয়। আগুনের ঘটনায় চতুর্থ তলার কয়েকজন বাসিন্দা সাময়িকভাবে বাড়ির ভেতরে আটকা পড়েছিলেন। পুলিশ এবং দমকল কর্মীদের দ্রুত তৎপরতায় তাঁদের সকলকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

আগুনের ধোঁয়া এতটাই তীব্র ছিল যে, আশপাশের রাস্তা কয়েক ঘণ্টা ধরে দৃষ্টির সমস্যা সৃষ্টি করেছিল। ঘটনায় এলাকায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়লেও দমকল কর্মীদের তৎপরতা এবং দ্রুত উদ্ধার অভিযান আশ্বস্ত করেছে বাসিন্দাদের। দমকল আধিকারিকরা জানিয়েছেন, আগুন নেভানোর কাজ চলাকালীন কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি, যা স্বস্তির বিষয়। পুলিশ সাময়িকভাবে ওই এলাকার রাস্তা বন্ধ রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।