সাতসকালেই কমিশনের বড় ঘোষণা! পশ্চিমবঙ্গে ৫৮ লক্ষ ভোটারের নাম বাতিল, আপনার নাম বাদ গেল কি? দেখুন তালিকা!

সাতসকালেই নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া অর্থাৎ এসআইআর (SIR)-এর অধীনে নাম বাদের তালিকা প্রকাশ করল। খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই এই বিপুল সংখ্যক ভোটারের নাম বাতিলের তালিকা সামনে এল। কমিশন সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে তালিকা থেকে প্রায় ৫৮ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে

কীভাবে দেখবেন আপনার নাম বাদ গেল কি না?

বাদ যাওয়া নামের তালিকা দেখতে এবং ডাউনলোড করতে এখনই CEO (Chief Electoral Officer) দফতরের ওয়েবসাইটে লগ ইন করুন। নিজের নাম, আত্মীয়স্বজন বা প্রতিবেশীদের নাম বাদের তালিকায় আছে কি না, তা জানতে এই লিঙ্কে ক্লিক করুন:

ceowestbengal.wb.gov.in/asd_sir

ওয়েবসাইটে ক্লিক করলেই বাদ যাওয়া নামের তালিকাটি ডাউনলোড করা যাবে।

কাদের নাম বাদ গেল? পূর্ণাঙ্গ ব্রেকডাউন

কমিশন সূত্রে এই বিপুল সংখ্যক নাম বাতিলের কারণ এবং তার বিস্তারিত পরিসংখ্যানও জানানো হয়েছে। SIR প্রক্রিয়ায় মূলত মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। এছাড়া যে সব ভোটারের কোনও খোঁজ মেলেনি, তাদের নামও বাদ পড়েছে।

কারণ মোট সংখ্যা
মৃত ভোটার ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২
খোঁজ পাওয়া যায়নি (নিখোঁজ) ১২ লক্ষ ২০ হাজার ৩৮
অনুপস্থিত/স্থানান্তরিত ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬
ডুপ্লিকেট নাম ১ লক্ষ ৩৮ হাজার ৩২৮
মোট বাদ পড়া নাম প্রায় ৫৮ লক্ষ

খসড়া ভোটার তালিকাও আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিপুল সংখ্যক নাম বাতিল হওয়ায় রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে।