ভারত-বাংলাদেশ জলসীমান্তে মর্মান্তিক দুর্ঘটনা, ৫ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি শুরু করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জল সীমান্তে (IMBL) বাংলাদেশী নেভির জাহাজের ধাক্কায় একটি ভারতীয় ট্রলারডুবির অভিযোগ উঠেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ট্রলারে থাকা মোট ১৬ জন মৎস্যজীবীর মধ্যে এখনও পর্যন্ত পাঁচজন নিখোঁজ রয়েছেন।

ঘটনার বিবরণ ও অভিযোগ: জানা গিয়েছে, গত ১৩ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনার নামখানা খেয়াঘাট থেকে এফ. বি. পারমিতা দশ নামক ট্রলারটি ১৬ জন মৎস্যজীবীকে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। ওই দিন রাতেই দুর্ঘটনাটি ঘটে বলে খবর।

অভিযোগ উঠেছে, ট্রলারে ধাক্কা মারার পর বাংলাদেশী নেভির জাহাজ সমুদ্রে ভাসতে থাকা মৎস্যজীবীদের উদ্ধার না করেই ফিরে যায়। যদিও এই অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে।

উদ্ধার ও নিখোঁজ: দুর্ঘটনার পর প্রাথমিক প্রচেষ্টায় মোট ১১ জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও পর্যন্ত পাঁচজন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের কাছে এই খবর পৌঁছতেই উদ্বেগ সৃষ্টি হয়েছে।

কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তার সঠিক কারণ এখনও জানা যায়নি। ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই ভারতীয় উপকূল রক্ষী বাহিনী (Indian Coast Guard) ও স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গভীর সমুদ্রে নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।