‘হায়দরাবাদ পারলে বাংলাও পারবে’; যুবভারতী কাণ্ডের সমালোচনা করে বিজেপি ক্ষমতায় এলে লিওনেল মেসিকে আনার বার্তা বিরোধী দলনেতার

যুবভারতীতে লিওনেল মেসিকে নিয়ে হওয়া বিতর্কিত ‘যুবভারতী কাণ্ড’-এর রেশ কাটতে না কাটতেই এই ইস্যুতে ফের উত্তপ্ত হলো রাজ্যের রাজনীতি। ঘটনার জেরে রাজ্যজুড়ে যখন শাসক দলের বিরুদ্ধে সমালোচনা চলছে, ঠিক তখনই এই পরিস্থিতির ফায়দা তুলে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার উত্তর ২৪ পরগনার লেনিনগড়ে এক জনসভা থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, বিজেপি ক্ষমতায় এলে আবার বাংলায় লিওনেল মেসিকে আনা হবে।

শুভেন্দুর প্রতিশ্রুতি: সভামঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “আনুন বিজেপিকে। হায়দরাবাদ যদি পারে, দেবেন্দ্র ফড়ণবিশ যদি পারেন, রেখা গুপ্তার দিল্লি যদি পারে, তাহলে আগামী দিনে বিজেপি এলে আমরাও মেসিকে নিয়ে আসব। কী করে খেলা করতে হয়, হায়দরাবাদ, মুম্বই, দিল্লির মতো আমরাই দেখাব।”

তিনি আরও বলেন, “যদি চন্দ্রবাবু নাইডু পারেন, রেখা গুপ্তা আর দেবেন্দ্র ফড়ণবিশ যদি পারেন, তাহলে আগামী দিনে বিজেপির মুখ্যমন্ত্রীও পারবেন। ভরসা রাখুন।”

‘যুবভারতী কাণ্ড’ প্রসঙ্গ: উল্লেখ্য, সম্প্রতি ভারত সফরে এসে লিওনেল মেসি কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন। তাঁকে দেখতে মাঠে উপস্থিত হয়েছিল হাজার হাজার দর্শক। কিন্তু অভিযোগ ওঠে, তৃণমূলের নেতা-মন্ত্রী এবং তাঁদের আত্মীয়-স্বজনদের ভিড়ের কারণে সাধারণ দর্শকরা মেসিকে দেখতে পাননি।

মেসি মাঠে নামার মাত্র পনেরো মিনিটের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে না পেরে উদ্যোক্তারা দ্রুত মেসিকে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হন। খবর পেয়ে মাঝপথ থেকেই ফিরে যান মুখ্যমন্ত্রীও। মেসিকে দেখতে না পেয়ে মাঠে উপস্থিত দর্শকদের একাংশ তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এই ঘটনায় ইতিমধ্যে এক আয়োজক গ্রেফতারও হয়েছেন।

যুবভারতী কাণ্ডের সমালোচনার মধ্যেই শুভেন্দু অধিকারীর এই প্রতিশ্রুতি আগামী দিনে রাজ্য রাজনীতিতে মেসি ইস্যু যে আরও বড় জায়গা নিতে চলেছে, তা স্পষ্ট।