মোদি আয়োজিত ‘পরীক্ষা পে চর্চা ২০২৬’-এ ৩২ লাখেরও বেশি পড়ুয়া নথিভুক্ত, মানসিক চাপ মুক্তির বার্তা নিয়ে বিপুল সাড়া

পরীক্ষার চাপ, মানসিক প্রস্তুতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে সরাসরি সংলাপ গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগ ‘পরীক্ষা পে চর্চা’ (PPC) ২০২৬ এবার দেশজুড়ে বিপুল সাড়া ফেলেছে। সরকারি তথ্য অনুযায়ী, ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত এই মেগা-ইভেন্টে অংশগ্রহণের সংখ্যা নজির গড়েছে।সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মোট ৩২,১০,০৪৪ জন পড়ুয়া ‘পরীক্ষা পে চর্চা ২০২৬’-এর জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছে। শুধু ছাত্রছাত্রীই নয়, শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত অন্য অংশীদাররাও এই উদ্যোগে উল্লেখযোগ্য সংখ্যায় অংশ নিচ্ছেন।অংশগ্রহণের পরিসংখ্যান (১৫ ডিসেম্বর পর্যন্ত):শিক্ষক: ২,৫৫,৫৫৪ জনঅভিভাবক: ৩৬,০৬৪ জনমোট অংশগ্রহণকারী: প্রায় ৩৫ লাখেরও বেশিকর্মসূচির মূল উদ্দেশ্য:’পরীক্ষা পে চর্চা’-এর মূল লক্ষ্য হলো বোর্ড পরীক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের মানসিক চাপ কমানো, আত্মবিশ্বাস বাড়ানো এবং পড়াশোনার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরীক্ষাকে ‘উৎসব’ হিসেবে দেখার বার্তা দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।এবারের PPC 2026-এ ডিজিটাল অংশগ্রহণের সুযোগ থাকায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকেরা সহজেই যুক্ত হতে পারছেন।সহজেই যেভাবে করবেন অনলাইন রেজিস্ট্রেশন:’পরীক্ষা পে চর্চা ২০২৬’-এ অংশগ্রহণ করতে ইচ্ছুকদের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন এবং খুব সহজ।প্রথমে ভিজিট করুন: $innovateindia1.mygov.in/ppc-2026$ওয়েবসাইটে গিয়ে “Participate Now” অপশনে ক্লিক করুন।নিজের পরিচয় অনুযায়ী বিভাগ নির্বাচন করুন— Student, Teacher, অথবা Parent।এরপর MyGov পোর্টালে মোবাইল নম্বর অথবা ই-মেল আইডি ব্যবহার করে লগ ইন বা নতুন করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।নির্বাচিত বিভাগের জন্য নির্ধারিত অনলাইন MCQ কুইজে অংশ নিন।প্রয়োজনীয় তথ্য পূরণ করে ফর্ম সাবমিট করলেই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।