জানুয়ারী থেকেই ২০০০-২৫০০ টাকা? ভোটের আগে মমতা সরকারের বড় ‘উপহার’, কী বললেন সায়নী ঘোষ?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে একাধিক সামাজিক প্রকল্প চালু হয়েছে, যার মাধ্যমে প্রতি মাসে ১০০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত সরাসরি রাজ্যের সাধারণ মানুষের অ্যাকাউন্টে জমা হচ্ছে। এবার সেই আর্থিক সহায়তার পরিমাণ আরও উল্লেখযোগ্যভাবে বাড়তে চলেছে বলে খবর। অনুমান, এই জানুয়ারী মাস থেকেই এই ভাতা বৃদ্ধি কার্যকর হতে পারে।
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট চমক রাজ্য সরকারের চালু করা লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী-সহ বিভিন্ন প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্প নিয়ে এবার এক বিরাট চমক সামনে এসেছে—জানা গিয়েছে, এই ভাতার পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে।
বর্তমানে সাধারণ জাতির মহিলারা মাসে ১০০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা মাসে ১২০০ টাকা করে আর্থিক সাহায্য পান।
সায়নী ঘোষের বিস্ফোরক ঘোষণা এই ভাতা বৃদ্ধির কথা সামনে এনেছেন খোদ তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। সম্প্রতি এক জনসভা থেকে তিনি জানান যে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ প্রায় আড়াই গুণ বাড়তে চলেছে।
তৃণমূল নেত্রী বলেন, “শুরুতে এই প্রকল্পে ৫০০ টাকা করে দেওয়া হলেও, টাকার পরিমাণ বর্তমানে বাড়ানো হয়েছে। পরবর্তীকালে এই টাকা ২০০০ থেকে ২৫০০ টাকা হবে বলে মনে করা হচ্ছে।” এই প্রকল্প রাজ্যের মা-বোনেদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।
২০২৬ নির্বাচনের আগে বড় ইঙ্গিত দীর্ঘদিন ধরে এই ভাতার অঙ্ক বাড়ানোর গুঞ্জন শোনা যাচ্ছিল। বছর শেষে তৃণমূল নেত্রীর এই ঘোষণায় সেই জল্পনা আরও জোরালো হলো। বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের নির্বাচনের আগে রাজ্যবাসীর জন্য এটি একটি বড় ‘উপহার’ হতে পারে। নেত্রীর কথা অনুসারে, লক্ষ্মীর ভাণ্ডার ভাতা প্রায় দ্বিগুণেরও বেশি হতে চলেছে। তবে, এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে বা নবান্নের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা এখনও পর্যন্ত করা হয়নি। লক্ষ লক্ষ সুবিধাভোগী এখন সরকারি ঘোষণার অপেক্ষায় রয়েছেন।