আর লাগবে না আধার কার্ডের ফটোকপি! OYO-র নিয়মে বড় বদল, নতুন নিয়ম কবে থেকে কার্যকর?

সঙ্গীর সঙ্গে একান্তে এবং নিশ্চিন্তে সময় কাটাতে চাওয়া যুগলদের কাছে হোটেল বুকিং-এর অন্যতম নির্ভরযোগ্য নাম হলো OYO (বর্তমানে PRISM)। ভিড় এড়িয়ে চার দেওয়ালের মধ্যে সম্পর্ককে আরও গুরুত্ব দিতে ইচ্ছুক বর্তমান প্রজন্মের কাছে OYO সবথেকে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলির মধ্যে অন্যতম। এবার সেই OYO-তেই হোটেল বুকিং-এর ক্ষেত্রে যুগলদের জন্য এলো আরও স্বস্তির খবর।

OYO-তে নিয়মের বড় রদবদল

হসপিটালিটি টেক সংস্থা OYO (যা নাম বদলে PRISM হয়েছে) প্রথম থেকেই মোবাইল অ্যাপের মাধ্যমে সহজে রুম বুকিং এবং অবিবাহিত যুগলদের একসঙ্গে থাকার সুযোগ দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে ওঠে। যদিও এটি বহুবার বিতর্কের জন্ম দিয়েছে, তবুও তরুণ প্রজন্মের কাছে এটিই সবচেয়ে পছন্দের জায়গা।

তবে ঘর বুকিংয়ের নিয়মে এবার আনা হলো এক বড়সড় রদবদল:

আধার কার্ডের ফটোকপি বাতিল: আগে OYO-তে রুম বুকিং করার সময় আধার কার্ড (বা অন্যান্য সচিত্র পরিচয়পত্র) দেখানো বাধ্যতামূলক ছিল। এর পাশাপাশি আধার কার্ডের ফটোকপিও জমা দিতে হতো।

গোপনীয়তা সুরক্ষিত: নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক হলেও, কোনো ফটোকপি জমা দিতে হবে না। কর্তৃপক্ষের মতে, আধারের মতো সচিত্র পরিচয়পত্রের ফটোকপি জমা রাখার ফলে গ্রাহকের গোপনীয়তা লঙ্ঘিত হওয়ার ঝুঁকি থাকে। এই নিয়ম মোটেই ঠিক নয়। তাই এই পদক্ষেপ।

এই নতুন নিয়মের ফলে বহু যুগল যে স্বস্তি পেতে চলেছেন, তাতে কোনো সন্দেহ নেই। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো তারিখ ঘোষণা করা হয়নি, তবে সূত্রের খবর, খুব শীঘ্রই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হতে চলেছে।