ইনস্টাগ্রামের রেকমেন্ডেশন এবার আপনার হাতে! ‘Your Algorithm’-এ কীভাবে নিজের পছন্দের কনটেন্ট সেট করবেন?

ইনস্টাগ্রামে রিলস দেখার সময় প্রায়শই আপনার স্ক্রিনে এমন কিছু কনটেন্ট চলে আসে, যা আপনার অপছন্দ। এখন থেকে এই সমস্যার সমাধান করতে পারবেন আপনি নিজেই। মেটা প্ল্যাটফর্ম এবার লঞ্চ করতে চলেছে নতুন ফিচার—’Your Algorithm’। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের রেকমেন্ডেশন ফিড নিজেরাই সেট করতে পারবেন।
‘Your Algorithm’-এর কাজ কী?
এতদিন ইনস্টাগ্রাম আপনার সোশ্যাল মিডিয়া বিহেভিয়ার পর্যবেক্ষণ করে সেই অনুযায়ী কনটেন্ট রেকমেন্ড করত। কিন্তু এই নতুন ফিচারের সাহায্যে ব্যবহারকারী নিজের পছন্দসই অ্যালগরিদম তৈরি করতে পারবেন। আপনি ঠিক কী ধরনের কনটেন্ট দেখতে চান, তা ইনস্টাগ্রামকে জানাতে হবে। প্রয়োজনে নির্দিষ্ট সময় অন্তর সেই পছন্দের বিষয় পরিবর্তন করার সুযোগও থাকবে।
কোথায় ও কীভাবে ব্যবহার করবেন?
এই নতুন অপশনটি সরাসরি রিলস ট্যাবে দেওয়া হয়েছে:
রিলস ট্যাব ওপেন করে রিলস দেখা শুরু করলে স্ক্রিনের ডানদিকের উপরের কর্নারে দুটি লাইন এবং একটি হার্ট শেপ আইকন দেখা যাবে।
ওই আইকনে ক্লিক করলেই ‘Your Algorithm’ প্যানেলটি খুলে যাবে।
এই ট্যাবে আপনি বর্তমানে কোন কোন টপিকের কনটেন্ট দেখতে পছন্দ করছেন, তা দেখতে পারবেন।
স্ক্রিনের নিচের দিকে বেশ কয়েকটি টপিক দেখা যাবে, যেখান থেকে আপনি আপনার পছন্দের টপিক বেছে নিতে পারবেন।
যদি আপনার পছন্দের টপিক তালিকায় না থাকে, তবে টাইপ করে যুক্ত করারও সুবিধা রয়েছে।
ইনস্টাগ্রাম জানিয়েছে, এই নতুন ফিচারে ব্যবহারকারীর রেকমেন্ডেশন ফিডের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ থাকবে। এমনকি ব্যবহারকারীর পছন্দের উপর নির্ভর করে বিজ্ঞাপনও দেখাবে ইনস্টাগ্রাম। কিছু ব্যবহারকারীর কাছে ফিচারটি ইতিমধ্যেই পৌঁছে গেছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি ধাপে ধাপে সকল ব্যবহারকারীর কাছে রোলআউট করা হবে।