ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর সাসপেন্ড! মুর্শিদাবাদের সভা থেকে ‘মীরজাফর’ বলে নিশানা করলেন মমতা!

তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ‘দল বিরোধী কাজের’ অভিযোগে সাসপেন্ড করা হয়েছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে। এই সিদ্ধান্ত রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছে। সাসপেন্ড হওয়ার পরই হুমায়ুন কবীর পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে জানিয়ে দিয়েছেন, “আগামীকাল দল ছাড়ছি, ২২ তারিখ নতুন দলের ঘোষণা করব।”

ঘটনাটি ঘটেছে যখন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ সফরে বহরমপুরে সভা করছেন। রাজনৈতিক মহল মনে করছে, এদিন বহরমপুরের সভা থেকে নাম না করেই সদ্য সাসপেন্ড হওয়া হুমায়ুন কবীরকে ‘মীরজাফর’ বলে কটাক্ষ করলেন তৃণমূলনেত্রী।

‘সিরাজউদ্দৌলা-মীরজাফর’ উপমা টেনে আক্রমণ

এদিনকার বক্তৃতায় মুখ্যমন্ত্রী সরাসরি মীরজাফরের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, “আপনারা জানেন, সিরাজউদ্দৌলা মীরজাফরের মাথায় মুকুট পরিয়ে দিয়ে বলেছিলেন, তুমি ভেঙো না, স্বাধীনতাকে চলে যেতে দিও না। সম্মান রক্ষা করো। আমি আমার মুকুট তোমার হাতে তুলে দিচ্ছি। কিন্তু তুমি আমাদের স্বাধীনতাকে রক্ষা করো। কিন্তু সেদিন সিরাজউদ্দৌলা এত বড় সম্মান দেখানোর পরেও, মীরজাফর সেটা করতে দেননি।” এর বিপরীতে তিনি সিরাজউদ্দৌলার নাম আজও ঘরে ঘরে পূজিত হওয়ার কথা উল্লেখ করেন, “কারণ, তিনি চেয়েছিলেন দেশটা ভাল থাকুক।”

এই ঐতিহাসিক উপমা টেনে মমতা নাম না করে দলত্যাগী বিধায়ককে নিশানা করেছেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কড়া বার্তা

মুর্শিদাবাদের সভা থেকে মুখ্যমন্ত্রী জেলার সম্প্রীতির পরিবেশের প্রশংসা করেন। তিনি বলেন, “মুর্শিদাবাদ জেলার মানুষ দাঙ্গা পছন্দ করে না। এমনকী ২০০৬ সালের ৬ ডিসেম্বর যে দিনটা আমরা সম্প্রীতি দিবস হিসাবে পালন করে আসছি, সেদিনও কিন্তু মুর্শিদাবাদে দাঙ্গা হয়নি।”

সাম্প্রদায়িক শক্তিকে আক্রমণ করে তিনি বলেন, “মেজোরিটি যাঁরা আছেন, তাঁরা মাইনোরিটিদের রক্ষা করবেন। আর যাঁরা মাইনোরিটি আছেন, তাঁরা মেজোরিটিদের রক্ষা করবেন। এটাই সর্ব ধর্ম সমন্বয়।” তিনি আরও যোগ করেন, “সব ধর্মকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু, আমরা সাম্প্রদায়িক শক্তিকে সম্মান জানাই না। আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। সে যে-ই হোক। সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা রক্ষা করতে চাই। এটা আমাদের সংবিধান শিখিয়েছে।”

অন্যদিকে, তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর হুমায়ুন কবীর পালটা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেছেন, “এরকম আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর চেয়ে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হলে আমি ওয়েলকাম জানাব।”