পুতিন আসছেন দিল্লিতে! পাঁচস্তরের নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে রাজধানী, তবে রুশ প্রেসিডেন্ট কোথায় থাকবেন?

এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত বিষয়গুলির মধ্যে একটি হল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর। বৃহস্পতিবার দিল্লিতে নামার কথা তাঁর, আর তার জন্য রাজধানীতে নিরাপত্তা প্রস্তুতি তুঙ্গে। রাশিয়া থেকে আনা হয়েছে পুতিনের নিজস্ব নিরাপত্তারক্ষী ও গাড়ি। পাঁচস্তরের নিরাপত্তা বেষ্টনী, সঙ্গে সিসিটিভি, এআই ও ড্রোন নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে দিল্লি। কিন্তু পুতিন এদেশে পা দিয়েই কোথায় নিয়ে যাওয়া হবে তাঁকে, কোথায় হবে তাঁর আতিথেয়তা?
জানা যাচ্ছে, বিশ্বের সবচেয়ে ধনী শাসকদের মধ্যে অন্যতম, হায়দরাবাদের শেষ নিজাম মীর ওসমান আলি খানের স্বপ্নের বাড়ি হায়দরাবাদ হাউসে (Hyderabad House) তাঁকে আপ্যায়ন করা হবে। দিল্লির বুকে ইতিহাসের সাক্ষী বহনকারী এই প্রাসাদেই বিশ্বের শক্তিধর রাষ্ট্রনেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করে ভারত সরকার।
বিশ্বের সবচেয়ে ধনী শাসকের স্বপ্নের বাড়ি
ব্রিটিশ আমলের স্থাপত্য, হায়দরাবাদ হাউস ছিল একসময় হায়দরাবাদের শেষ নিজাম মীর ওসমান আলি খানের স্বপ্নের বাড়ি। ১৯২০-র দশকে প্রায় ২ লক্ষ পাউন্ড ব্যয়ে নির্মিত এই প্রাসাদ দিল্লির সব প্রিন্সলি বাড়ির মধ্যে ছিল সবচেয়ে বড়। ব্রিটিশরা যখন রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করে, তখন ভাইসরয় হাউসের পাশেই জমি চেয়েছিলেন নিজাম। যদিও তাঁকে কিংসওয়ের পাশে অন্য পাঁচটি প্রিন্সলি স্টেটের সঙ্গে জমি দেওয়া হয়।
বিখ্যাত স্থপতি এডউইন লুটিয়েন্স (Edwin Lutyens) এই প্রাসাদটির নকশা তৈরি করেন। ভাইসরয় হাউসের মতো বিশাল করতে চেয়েছিলেন নিজাম, তবে লুটিয়েন্সের বিখ্যাত ‘বাটারফ্লাই প্ল্যান (Butterfly Plan)’ অনুযায়ী এটি তৈরি হয়। প্রজাপতি আকৃতির এই বাড়ির কেন্দ্রে রয়েছে এক বিশাল গম্বুজ। দুই ডানা দু’দিকে ছড়ানো। এর অভ্যন্তরে রয়েছে ৩৬টি ঘর, ইউরোপীয় ধাঁচের সিঁড়ি, ফোয়ারা, ফায়ারপ্লেস, আর্চওয়ে এবং মুঘল মোটিফের অসাধারণ সমন্বয়। লুটিয়েন্স ইতালির প্যানথিয়ন এবং ফ্লোরেন্সের উফিজি প্রাসাদ থেকেও অনুপ্রেরণা নেন। প্রাসাদে আলাদা জেনানা কক্ষও ছিল।
স্বাধীনতার পরে, অপারেশন পোলো-র মাধ্যমে ১৯৪৮ সালে হায়দরাবাদ ভারতীয় ইউনিয়নে যুক্ত হয় এবং প্রাসাদটির মালিকানা ভারত সরকারের হাতে আসে। ১৯৭৪ সাল থেকে বিদেশ মন্ত্রকের অধীনে এটি রাষ্ট্র অতিথি ভবন (State Guest House) হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিল ক্লিন্টন, জর্জ বুশ, গর্ডন ব্রাউন থেকে শুরু করে বহু রাষ্ট্রনেতা এখানে এসেছেন। এবার পুতিনও সেই তালিকায় যুক্ত হচ্ছেন।