বেঙ্গল কেমিক্যালসের সামনে নৃশংস দুর্ঘটনা! বাবার সঙ্গে স্কুলে যাওয়ার পথে লরির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত স্কুলপড়ুয়া

বুধবার সাতসকালে বেঙ্গল কেমিক্যালসের সামনে মর্মান্তিক দুর্ঘটনায় ফের একবার শহর কলকাতার রাস্তায় পথ নিরাপত্তার প্রশ্ন উঠে এলো। বাবার সঙ্গে স্কুটারে চেপে স্কুলে যাওয়ার সময় পিছন থেকে একটি দ্রুতগতির লরি সজোরে ধাক্কা মারলে গুরুতর আহত হয় এক স্কুলপড়ুয়া।

বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে মানিকতলার কাছে বেঙ্গল কেমিক্যালস মোড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বছর ১২-র ওই কিশোর (বিধাননগর মিউনিসিপাল স্কুলের পড়ুয়া) তার বাবার সঙ্গে বাইকে চেপে স্কুলে যাচ্ছিল। আচমকাই পিছন থেকে একটি লরি এসে তাদের স্কুটারে ধাক্কা মারে।

কী ঘটেছিল ঘটনাস্থলে?
লরির ধাক্কায় বাবা ও ছেলে দু’জনেই স্কুটার থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। অভিযোগ, এই সময় লরির চালক গাড়ি না থামিয়ে এগিয়ে যান। তখনই লরির চাকা পিষে দেয় স্কুলপড়ুয়াকে। গুরুতর আহত অবস্থায় পড়ুয়া ও তার বাবাকে তড়িঘড়ি উদ্ধার করে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে ওই অঞ্চলে তীব্র উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ফুলবাগান থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। জনরোষের মুখে পড়া ঘাতক লরির চালককে স্থানীয়েরাই ধরে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ লরিটি আটক করেছে এবং চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

শহর কলকাতার গুরুত্বপূর্ণ মোড়ে এমন মর্মান্তিক ঘটনায় এলাকার মানুষজন ক্ষুব্ধ। দুর্ঘটনার জেরে সাময়িকভাবে ওই এলাকায় যান চলাচলও ব্যাহত হয়।