SIR এবং CAA বিতর্ক! নাগরিকত্ব প্রাপ্তদের নাম কি ভোটার তালিকায় থাকবে? জল্পনা তুঙ্গে!

রাজ্যে জোরকদমে চলছে ভোটার তালিকা সংশোধনের (SIR) প্রক্রিয়া। এই আবহে আরও একটি বিষয় সাড়া ফেলেছে—তা হলো নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)-এর অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন। SIR শুরু হওয়ার পর থেকেই এই আবেদনের সংখ্যা বেড়েছে এবং বিভিন্ন জায়গায় ক্যাম্প খুলে আবেদন প্রক্রিয়া চলছে। সম্প্রতি নদিয়ার কয়েকজন আবেদনকারী CAA-এর মাধ্যমে ভারতীয় নাগরিকত্বও পেয়েছেন।

মূল বিতর্ক: SIR তালিকায় নাম থাকবে কি?
যাঁরা CAA-তে আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন, কিংবা সদ্য আবেদন করেছেন, তাঁদের নাম কি SIR তালিকায় অন্তর্ভুক্ত হবে? এই নিয়েই বর্তমানে রাজ্যজুড়ে জল্পনা ক্রমশ বাড়ছে।

নাগরিকত্ব ও ভোটাধিকার: ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়াটি সাধারণভাবে যুক্ত। কিন্তু যেহেতু CAA এবং SIR প্রক্রিয়া একযোগে চলছে, তাই এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা কী হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

ভবিষ্যতের নির্দেশ: এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এবং আইনি নির্দেশনার জন্য এখন সকলের নজর আগামী ৯ ডিসেম্বর-এর দিকে। ওই দিন এই সংক্রান্ত একটি মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়, তার ওপরই নির্ভর করছে নাগরিকত্ব প্রাপ্তদের ভোটার তালিকায় নাম থাকার বিষয়টি।