পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে ফেলে গেল সদ্যোজাত! শিয়ালদলের হাত থেকে বাঁচাল পথকুকুরেরা, তদন্তে নবদ্বীপ পুলিশ!

নবদ্বীপের স্বরূপগঞ্জ পঞ্চায়েতের রেল কলোনি এলাকায় এক মর্মান্তিক ঘটনায় সদ্যোজাত শিশুকে বাথরুমের দরজার সামনে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, শীতের রাতে যখন ওই শিশুটিকে ফেলে যাওয়া হয়েছিল, তখন পথের সারমেয়রা (কুকুরেরা) তাকে ঘিরে রেখেছিল এবং শিয়ালদলের হাত থেকে রক্ষা করেছে।
কান্নার আওয়াজ, কিন্তু কেউ তোয়াক্কা করেনি
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভোর রাত থেকেই তাঁরা এক শিশুর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলেন। কিন্তু শীতের কারণে অনেকেই সেটিকে প্রতিবেশীর বাড়ির বাচ্চা ভেবে তোয়াক্কা করেননি। ভোর হতেই স্থানীয় পঞ্চায়েত সদস্য নির্মল ভৌমিকের কাকা রাধা ভৌমিকের বাড়ির বাথরুমের সামনে সেই মর্মান্তিক দৃশ্য দেখতে পান তাঁরা। একটি সদ্যোজাত শিশু সেখানে পড়ে আছে এবং তাকে ঘিরে রয়েছে পাড়ার কুকুরেরা।
এরপরই তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে প্রথমে মহেশগঞ্জ হাসপাতাল এবং পরে কৃষ্ণনগর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দা দীনবন্ধু দেবনাথ জানান, কুকুরেরা তাকে ঘিরে রাখায় শিয়াল বা অন্যান্য প্রাণীর আক্রমণ থেকে রক্ষা পেয়েছে। তিনি আরও বলেন, “মাথায় রক্ত ছিল। হাসপাতালে চিকিৎসক জানিয়েছেন, দেহে আঘাতের চিহ্ন নেই, তবে সদ্য জন্ম নেওয়ার কারণেই মাথায় রক্ত লেগেছে।”
পুলিশের তদন্ত শুরু, চাইল্ড লাইনের হাতে হস্তান্তরের উদ্যোগ
এই ঘটনার খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পঞ্চায়েত সদস্য নির্মল ভৌমিক-সহ এলাকার বাসিন্দারা মনে করছেন, পার্শ্ববর্তী এলাকার কেউ বাচ্চাটিকে এখানে রেখে যেতে পারে। পুলিশ সূত্রে খবর, শিশুটির পরিচয় এখনও পাওয়া যায়নি। গোটা ঘটনার তদন্ত চলছে। সদ্যোজাত বাচ্চাটিকে এখন চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে।