জাঁকিয়ে শীতের আগমন বাংলায়! আজ থেকেই পারদ পতন, শুক্র-শনিতেই তাপমাত্রা নামবে ১১ ডিগ্রিতে!

নভেম্বরের শেষভাগে সাময়িক ছন্দপতনের পর অবশেষে বঙ্গে শীতের আগমন বার্তা জোরালো হল। সমুদ্রে ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ উপকূলের অভিমুখী না-হওয়ায় উত্তুরে হাওয়ার প্রবেশে আর কোনো বাধা নেই। আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, আজ (মঙ্গলবার) থেকেই কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। উত্তরবঙ্গেও একইসাথে পারদ নামবে।

১১ ডিগ্রিতে নামবে রাতের তাপমাত্রা

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দিনের আকাশ আংশিক মেঘলা থাকলেও ভোরের দিকে কুয়াশার দাপট ছিল। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

আগামী চারদিন: আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে আগামী চার দিনে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে।

সপ্তাহান্তে শীত: আগামী শুক্র ও শনিবার নাগাদ কলকাতায় রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। রাজ্যের দক্ষিণ এবং পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও নেমে ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছনোর জোরালো ইঙ্গিত মিলেছে।

আবহাওয়াবিদদের মতে, সাধারণত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামলে বাংলায় শীত পড়েছে বলে ধরা হয়। তবে এবার সেই পরিস্থিতি নির্ধারিত সময়ের কিছুটা আগেই তৈরি হওয়ার ইঙ্গিত মিলছে।

উত্তরে আবহাওয়ার হালচাল

উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে। সেখানে আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও রাতে এবং ভোরের দিকে শীতের আমেজ বজায় থাকবে।

ঘূর্ণিঝড় ‘দিতওয়া’-এর বর্তমান অবস্থান

এদিকে, ঘূর্ণিঝড় ‘দিতওয়া’-এর শেষভাগ বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর, উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্র উপকূলে গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এই সিস্টেমটি খুব ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হবে এবং পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির জেরে ওই উপকূলীয় রাজ্যগুলিতে জনজীবন জেরবার।