পেটের দায়ে ঘর ছেড়েছিল ১৩ বছরের জাহিদ, ৩৫ বছর পর স্ত্রী-সন্তানদের নিয়ে বাড়ি ফিরলেন মালদহের সেই নিখোঁজ কিশোর!

পেটের দায়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে প্রায় ৩৫ বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া এক কিশোর, অবশেষে মধ্যবয়সী হয়ে নিজের বাড়ি ফিরলেন। মালদহের কালিয়াচকের সেই নিখোঁজ কিশোরের নাম জাহিদ শেখ। কাজের উদ্দেশ্যে ভিন্ রাজ্যে যাওয়ার সময় তাঁর বয়স ছিল মাত্র ১৩ বছর, আর এখন প্রায় ৪৮ বছর বয়সে স্ত্রী ও সাত সন্তানকে নিয়ে তিনি বাড়ি ফিরেছেন।
পরিবারের হাল ধরতে গিয়েছিলেন:
পরিবারের এক সদস্য সুলতান শেখ জানান, দীর্ঘ কয়েক বছর ধরে জাহিদকে খোঁজাখুঁজি করার পরেও তাঁর কোনো খোঁজ মেলেনি। অবশেষে কোনো উপায় না দেখে ইসলামিক ধর্ম অনুযায়ী পরিবারের সদস্যরা জাহিদের শেষকৃত্য পর্যন্ত সম্পন্ন করেছিলেন।
৩৫ বছরের নিখোঁজ জীবন:
বাড়ি ফিরে আসা জাহিদ শেখ জানান, কীভাবে তাঁর জীবন পাল্টে গিয়েছিল:
দুর্ঘটনা: পঞ্জাবে কাজের সময় এক ভয়াবহ দুর্ঘটনায় তিনি গুরুতর জখম হন।
চিকিৎসা ও আশ্রয়: প্রায় এক বছর তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হওয়ার পর পঞ্জাবেরই এক ব্যক্তির আশ্রয়ে তিনি কাজ শুরু করেন।
নতুন জীবন: কয়েক বছর পর তিনি দিল্লির গাজিয়াবাদে চলে যান। সেখানেই নতুন করে জীবন শুরু করেন এবং বিয়ে করেন।
সন্তান-সংসার: বর্তমানে তাঁর সাত সন্তান রয়েছে, যাদের মধ্যে তিনজনের বিয়েও হয়েছে।
এদিন রাতে স্ত্রী ও সন্তানদের নিয়ে আচমকাই কালিয়াচকের যদুপুরে নিজের বাড়িতে এসে উপস্থিত হন জাহিদ। দীর্ঘ ৩৫ বছর পর হারিয়ে যাওয়া মানুষটিকে জীবিত অবস্থায় ফিরে পেয়ে আনন্দ ও আবেগে ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। খবর ছড়িয়ে পড়তেই সকালে তাঁকে এক ঝলক দেখতে গ্রামবাসীর ভিড় জমে বাড়িতে।